header banner

Kapil Sibal : লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি জানালেন সিব্বল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শীর্ষ আদালতে (Supreme Court) আর জি করের (R G kar Incident) শুনানি শুরু হয়েছে। সারা দেশ তাকিয়ে আছে সেই দিকে। CBI এর স্টেটাস রিপোর্টে সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। এই রিপোর্ট প্রকাশ্যে কোনো আনা হচ্ছে না, তা ব্যাখ্যা করে প্রধান বিচারপতি বলেন, নির্যাতিতার পরিবার এবং জুনিয়র ডাক্তারদের আইনজীবীদের প্রত্যেককে বুঝতে হবে তদন্তে কী উঠে আসছে, তা যদি আমরা প্রকাশ করি, তাহলে তদন্ত ক্ষতিগ্রস্ত হবে।

{link}

তিনি আরো বলেন, আমরা স্টেটাস রিপোর্ট দেখেছি। আমরা একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই। আমরা যা যা প্রশ্ন তুলেছি সব প্রশ্নের উত্তর সিবিআই (CBI)-এর তরফে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই খুশি নির্যাতিতার আইনজীবী। এই আলোচনার মধ্যেই সরকারি আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibal) বলেন, এই মামলার সঙ্গে আবেগ জড়িত আছে।

{link}

আপনারা যদি লাইভ স্ট্রিমিং করেন, তাহলে অনেক রকম কমেন্ট (মন্তব্য) করা হচ্ছে। আমাদের রেপুটেশন (ভাবমূর্তি) প্রশ্নের মুখে পড়ছে। লাইফ স্ট্রিমিং (live streaming) হওয়া উচিত না, এই ধরনের সংবেদনশীল মামলায়। তাঁর দাবি, অ্যাসিড ছোড়া বা ধর্ষণের মতো হুমকি দেওয়া হচ্ছে আইনজীবীদের। এর উত্তরে স্পষ্ট করে আদালত জানায়, বার অ্যাসোসিয়েশনের কোনও আইনজীবী, তারা যে পক্ষেই থাক, আমরা তাদের নিরাপত্তার বিষয়টা অবশ্যই দেখব। এটি একটি জনস্বার্থ মামলা। এটা ওপেন কোর্ট। সিব্বলের প্রস্তাব তিনি খারিজ করে দেন।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :