header banner

Kalighat Skywalk : আজ সন্ধ্যাতেই স্কাইওয়াকের উদ্বোধন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সখের প্রকল্প কালীঘাট স্কাইওয়াক (Kalighat Skywalk)। এর আগে হয়েছে দক্ষিনেশ্বর স্কাইওয়াক (Dakshineswar Skywalk)। নববর্ষের আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কালীঘাট স্কাইওয়াকের কিছু ঝলকের ভিডিয়ো পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, সোমবার, পয়লা বৈশাখের আগের সন্ধ্যাতেই এই স্কাইওয়াকের উদ্বোধন করতে পারেন মমতা।

{link}

প্রসঙ্গত, প্রতি বছরই পয়লা বৈশাখের আগের দিন কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এবছরও কালীঘাট মন্দিরে চৈত্র সংক্রান্তির পুজো দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রবিবার সন্ধ্যায় কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট স্কাইওয়াকের ভিডিয়ো পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির সম্পর্কে স্মৃতিমেদুরও হয়ে যান। তিনি লেখেন, ‘৫১টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে, কালীঘাট মন্দিরটি অসংখ্য ভক্তের কাছে ঐশ্বরিক তাৎপর্য বহন করে।

{link}

সেই ভক্তদের মধ্যে আমি একজন।’এরপরই স্মৃতির পাতায় ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন,' আমার খুব স্পষ্ট মনে আছে, আমি প্রতি বছর মায়ের সঙ্গে মন্দিরে যেতাম পুজো দিতে। সেইসব স্মৃতি খুবই পবিত্র।' পোস্টে এরপর মমতা লিখছেন,'আজ, আমি জনগণকে একটি অত্যাধুনিক স্কাইওয়াক উপহার দিতে পেরে বিনীত বোধ করছি, যা সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং মেট্রো এবং প্রধান সড়কের সাথে নির্বিঘ্নে সংযুক্ত। 

{ads}

 

News Breaking News Kalighat Kalighat Skywalk Mamata Banerjee সংবাদ

Last Updated :