header banner

Suvendu Adhikari : তাহলে কি ২০২৬ শুভেন্দু ভাবনীপুরে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তৃণমূল কি সিঁদুরে মেঘে দেখছে। এর আগে শুভেন্দু (Suvendu Adhikari) বলেছিলেন, তার কাছে নন্দীগ্রাম থেকে ভাবনীপুর অনেক সেফ সিট। আর এবার খুলতে চলেছেন পার্টি অফিস। তাহলে কি ২০২৬ শুভেন্দু ভাবনীপুরে? ভবানীপুর (Bhowanipore) বিধানসভার অন্তর্গত ৭৩ নম্বর ওয়ার্ডে কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছেন নন্দীগ্রামের (Nandigram) এই বিজেপি বিধায়ক। আগামী ১ মে এই কার্যালয় উদ্বোধন করতে চান তিনি। ভবানীপুরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে এই নিয়ে তিনি আলোচনা করেন বলে জানা গিয়েছে।

{link}

আরও জানা গিয়েছে, ১০০ জনের বেশি কর্মী নিয়ে একটি টিম তৈরি করা হচ্ছে। যাঁরা মূলত ওই এলাকার তথ্য সংগ্রহ করবেন। এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়ান মমতা। একুশের নির্বাচনের কয়েকমাস বাদ দিলে ভবানীপুরের বিধায়ক মমতা-ই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই বিধানসভা কেন্দ্রেই বাড়তি নজর দিয়েছেন শুভেন্দু। কিছুদিন আগে শুভেন্দু মন্তব্য করেছিলেন, নন্দীগ্রামের থেকে ভবানীপুরে জেতা সহজ। কপালে কি ভাঁজ দেখা যাচ্ছে মমতার (Mamata Banerjee)?

{link}

শুভেন্দুর ক্ষেত্রে ভাবনীপুরে দুটো সুবিধা আছে - ভাবনীপুরে মুসলিম ভোটার কম ও ওখানে প্রচুর অবাঙালি ভোটার। চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল তুলে ধরে বিজেপির বক্তব্য, ভবানীপুরের ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে এগিয়ে বিজেপি। ৬৩, ৭০, ৭১,  ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। আর তৃণমূল এগিয়ে ছিল ৭৩, ৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী ৭৩ নম্বরের ওয়ার্ডের ভোটার। লোকসভা ভোটের নিরিখে এই ওয়ার্ডে বিজেপি পিছিয়ে মাত্র ২৭৯ ভোটে পিছিয়ে। মুখ্যমন্ত্রী যে ওয়ার্ডের ভোটার, সেখানেই কার্যালয় খুলতে চান শুভেন্দু। সুতরাং বলাই যায়, ভাবনীপুরে খেলা জমে গেছে।

News Breaking News Suvendu Adhikari Bhowanipore BJP সংবাদ

Last Updated :