শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আরজি কর কান্ড ও পরবর্তীতে রাজ্যজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ মিছিল ও নারীদের সম্মান রক্ষার্থে এমন গণআন্দোলনের রূপ নিতে বিগত কয়েক দশকে দেখেনি গোটা দেশ। চিকিৎসক তরুণীকে নৃশংসভাবে খুনের ঘটনার আগে পর্যন্ত মফস্বল এলাকা হিসেবেই পরিচিত ছিল সোদপুর (Sodpur)। তবে, নির্যাতিতা তরুনীর মৃত্যুর পর সোদপুরের নাম উঠে এসেছে সকলের মুখে মুখে।
{link}
গত শুক্রবার 'সোদপুর প্রতিবাদী নাগরিক মঞ্চের' পক্ষ থেকে সন্ধ্যায় সোদপুর ট্রাফিক মোড়ে (Sodepur Traffic More) এক বিশাল প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভায় উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট চিকিৎসক ও নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বহু মানুষ। সেই সভা থেকেই একটি প্রস্তাব ওঠে যে সোদপুর ট্রাফিক মোড়ের নাম পাল্টে নাম রাখা হোক সোদপুর 'তিলোত্তমা মোড়।'
{link}
উপস্থিত জন সমুদ্র থেকে হাত তুলে সেই প্রস্তাব সমর্থন করা হয়। এর পরেই নাগরিক মঞ্চের পক্ষ থেকে ট্রাফিক মোড়ে একটি অস্থায়ী প্ল্যাকার্ড লাগানো হয় -'তিলোত্তমা মোড়' নাম দিয়ে। এবার ওই নাগরিক মঞ্চের পক্ষ থেকে সমস্ত মানুষের কাছে আবেদন করা হয়েছে, আপনারা যারা শ্যামবাজার (Shyambazar), বারাকপুর (Barakpur) বা মধ্যমগ্রামের দিক থেকে অটো, বাস বা অন্য কোনো গাড়ি করে আসবেন, তাঁরা দয়া করে বলুন -'তিলোত্তমা মোড়ে' যাবো, ট্রাফিক মোড় আর বলবেন না। 'তিলোত্তমা মোড়' যদি বুঝতে না পারে তখন বোঝানোর জন্য ট্রাফিক মোড় বলবেন। প্রথম প্রথম অসুবিধা হলেও এভাবেই সকলের কাছে পরিচিত হয়ে যাবে 'তিলোত্তমা মোড়'নামটি।
{ads}