শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এবার কি আরও নতুন জালে জড়িয়ে পড়তে চলেছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ (Sandeep Ghosh) ও টালা থানার OC অভিজিৎ (Abhijit Mandal)? তেমন একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। আরজি কর (R G Kar) হাসপাতাল এবং টালা থানায় ৮ এবং ৯ অগস্টের সিসি ক্যামেরা (CC camera) ফুটেজের একাংশ মুছে ফেলা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। প্রযুক্তির সাহায্যে সেই মুছে যাওয়া ফুটেজের প্রায় ৭০ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেই ফুটেজের ফরেন্সিক পরীক্ষাও করানো হয়েছে।
{link}
এর আগেও আরজি কর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠিয়েছিল সিবিআই। আর এবার এই ডিভাইসগুলি পাঠিয়ে সিবিআই জানতে চায়, চিকিৎসকের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনও তথ্য মুছে ফেলা হয়েছিল কি না। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের পর তথ্য লোপাটের অভিযোগ উঠেছে টালা থানার তৎকালীন ওসি এবং আরজি করের তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে। দু'জনেই আপাতত জেলে। এই অবস্থায় আবার বেশ কিছু নতুন তথ্য সিবিআইয়ের (CBI) হাতে এসেছে বলেই সূত্রের খবর।
{link}
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিবিআই আধিকারিক বলেছেন, "তরুণী চিকিৎসক খুনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল এবং সেই পরিকল্পিত অপরাধকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা অনেকটাই পরিষ্কার।'' সম্ভবত তদন্তের আগ্রগতি বুঝে এরপর সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে সিবিআই। দাবি করা হচ্ছে, সেই চার্জশিটে খুন, ধর্ষণের বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য উল্লেখ করা হবে। আর তার আগে এবার ফের সিএফএসএলে পাঠানো হল ডিভিআর এবং হার্ডডিস্ক। ফলে আরও জটিল সমস্যায় ওই দুই ব্যক্তি পড়তে চলেছেন, তাতে কোনো সন্দেহ নেই।
{ads}