header banner

West Bengal : ঈদ ও রামনবমী নিয়ে কড়া প্রশাসন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী লন্ডন সফর করে ফিরে এসেছেন কলকাতায় (Kolkata)। সামনেই দুটো বড়ো ধৰ্মীয় উৎসব - ঈদ ও রামনবমী। আর এখনো রাজনীতি মানেই 'ধৰ্মীয় রাজনীতি'। ফলে গত কয়েক বছরের মতো এবারও যথেষ্ট ভয়ের সম্ভাবনা আছে। বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়ে হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চলছে। এমনকী রামনবমীতে সাম্প্রদায়িক অশান্তির ছক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করলেন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার।

{link}

একই সঙ্গে মানুষকে কোনও প্ররোচনা পা না দেওয়ার বার্তা দিলেন কলকাতা পুলিশ কমিশনারও। তিনি জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ছড়ানো কোনও কিছুতে বিশ্বাস না করারও বার্তা দেওয়া হয়েছে। ইদ এবং রামনবমীর আগে উত্তপ্ত হচ্ছে বাংলা। এবার রামনবমী বিশাল বড় করে পালনের হুঁশিয়ারি দিয়েছে বঙ্গ বিজেপি। এমনকী এক কোটি মানুষ পথে নামবে বলেও বার্তা দেওয়া হয়েছে।

{link}

এই প্রেক্ষাপটে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন আইজি (এডিজি), আইনশৃঙ্খলা জাভেদ শামিম এবং দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। আর সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি। তাঁরা বলেন, 'ইদ এবং রাম নবমীর আগে কোনও পরিকল্পনা করা হচ্ছে যাতে সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়'। বিভিন্ন পোস্টার লাগানো হচ্ছে। এই বিষয়ে পুলিশ সতর্ক। এমনকি একাধিক ধারায় কেসও রুজু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। আর সেই ধারাগুলি হল বিএনএসের ১৯৬(১), ২৯৯, ৩৫৩, ৩৫৩(২), ৬১(২)। তবে কার বিরুদ্ধে এই মামলা এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলা হয়নি।

{ads}

News Breaking News Eid al-Fitr Rama Navami সংবাদ

Last Updated :