শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : যাদবপুরে এবার সময়সীমা বেঁধে দিলো আন্দোলনকারী ছাত্ররা। আজ, অর্থাৎ বুধবার বিকেল ৪টের মধ্যে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে যাবে - এমন হুমকি ছাত্রদের। এদিকে অসুস্থ উপচার্য ভাস্কর গুপ্ত। ডাক্তার তাঁকে ১০ দিন কমপ্লিট রেস্ট নিতে বলেছেন। পরিস্থিতি বেশ জটিল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য।
{link}
তবে অসুস্থতার কারণে তিনি সশরীরে উপস্থিত না থেকে অনলাইনে বৈঠকে ছিলেন। তার পরেই ছাত্রছাত্রীরা দাবি তোলেন, উপাচার্য তাঁদের অভিভাবক। তাই ক্যাম্পাসে যে ধরনের ঘটনা ঘটেছে তার দায় তাঁকেই নিতে হবে। ছাত্রদের দাবি তাদের বিরুদ্ধে যে সব কেস করা হয়েছে তা নিঃশর্তে তুলে নিতে হবে।ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে, তার রেশ যেন কাটতেই চাইছে না। শনিবার যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতির পর অসুস্থ হয়ে পড়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। তাঁকে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। উপাচার্যের রক্তচাপ বেড়েছে। টানা দশদিন বেড রেস্ট লিখে দিয়েছেন চিকিৎসক।
{link}
এই পরিস্থিতিতে আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছে, বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্যকে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। ভার্চুয়ালি উপাচার্য তাঁদের সঙ্গে কথা বললে হবে কি না, তা স্পষ্ট করেননি আন্দোলনরত পড়ুয়ারা। তবে তাঁরা জানিয়ে দিয়েছেন, উপাচার্য ছাত্রছাত্রীদের অভিভাবক। ক্যাম্পাসে যে ধরনের ঘটনা ঘটেছে, তার দায় তাঁকে নিতে হবে। উপাচার্য তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পড়ুরারা। এখন দেখার, বুধবার বিকেল ৪টের মধ্যে উপাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কি না।
{ads}