header banner

Sukanta Majumdar : রামনবমী নিয়ে কড়া হুঁশিয়ারি সুকান্তর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত কয়েক বছর ধরেই 'রামনবমী' মানেই যেন একটা ভয়ের পরিবেশ তৈরী হচ্ছে। ধৰ্মীয় অনুষ্ঠান করার অধিকার সকলের আছে। মুসলিম ধর্মে মহরমে যেমন অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার মুসলিমদের আছে তেমনই রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার অধিকার কেন হিন্দুদের থাকবে না - এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। রবিবার ব্যারাকপুরের (Barrackpur) এক মিটিংয়ে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বেশ কড়া সুরে জানিয়ে দেন রামনবমীতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা আসলে তার পরিনাম হবে ভয়ঙ্কর।

{link}

তিনি বলেন, “রামনবমী (Rama Navami) মিছিল ঘিরে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, তাহলে ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে।” তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে এবং ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার আরও বলেন, “রামনবমী মিছিল বা কোনও ধরনের ধর্মীয় সমাবেশ ঘিরে যদি শাসক দলের বা অন্য কোনো পক্ষের তরফ থেকে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়, তবে বিজেপি তা প্রতিরোধ করবে।” তাঁর এই বক্তব্যে তিনি রাজ্য সরকারের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

{link}

সুকান্ত দাবি করেন, রামনবমী যেন কোনওভাবেই রোধ করা না হয় এবং যদি পুলিশও বাধা দেয়, তাহলে বিজেপি তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, “কেউ যদি রামনবমী মিছিলের পথে বাধা তৈরি করে, তাহলে আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করব।” সুকান্তের এই মন্তব্য রাজ্যের শাসক দলের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা, কারণ রাজ্যে শাসক ও বিরোধী পক্ষের মধ্যে রামনবীকে ঘিরে অশান্তির অভিযোগ দীর্ঘদিনের। বিজেপির দাবি, রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করার অধিকার সবার আছে, কিন্তু রাজ্য সরকার এবং পুলিশ অনেক সময় মিছিলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে

{ads}

News Breaking News Sukanta Majumdar Rama Navami সংবাদ

Last Updated :