দুর্গা পূজা শেষে আনন্দের শহরের কাছে আনন্দ উপহার , স্বপ্ন, আনন্দ, আবেগের শহরের মধ্যমণি ট্রাম ফিরছে নতুন ছন্দে।তবে করোনা সময়কাল কাটিয়ে শহর কলকাতার বুকে চলবে এক রূপমহল , এক অনন্য সাজে কলকাতায় চলবে এবার আরও একটি নতুন ট্রাম। একেবারে অন্য আঙ্গিকে এই ট্রামের নাম দেওয়া হয়েছে পাটরানী। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে এই শহর কলকাতার বুকে নামানো হচ্ছে ট্রাম । {ads}
সম্পূর্ণভাবে পাটের জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে এই ট্রাম। ট্রামের মধ্যে শুধু পাটের জিনিস নয়, তার সঙ্গে থাকবে ক্যাফেটেরিয়াও। পাওয়া যাবে জুস, স্ন্যাকস ।ট্রামে চলবে বাংলা গান । যাত্রাপথে শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলির সঙ্গে পরিচয় করানো হবে ।
এই ট্রামটি সুন্দর ভাবে সাজিয়েছে দমদম শোধনাগারের যারা বন্দিদশায় রয়েছেন । শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চলবে এই ট্রাম । কালী পুজোর আগেই শুরু হয়ে যাচ্ছে এই ট্রামের উদ্বোধন। ভাড়া ধার্য করা হচ্ছে ১৯৯ টাকা। তবে যদি কেউ পুরো ট্রাম ভাড়া করতে চান তাহলে তাকে দিতে হবে আড়াই হাজার টাকা।
আনন্দের শহর ফিরছে তাঁর পুরানো ছন্দে , সেই পুরানো আড্ডা , ঐতিহ্য আর সঙ্গে পাট রানি ।{ads}