header banner

টক টু কে এম সি, সমস্যা বাই বাই

আজকাল বিভিন্ন আধিকারিক বিভাগগুলিতেই অবলম্বন করা হচ্ছে জনসংযোগ বৃদ্ধির নানান কৌশল। বাদ যায়নি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনও। সরাসরি অভিযোগ জানানোর মাধ্যম হিসেবে ‘টক টু কে এম সি’ একটি অভিনব প্রয়াস। ১৪৪টি কে এম সি ওয়ার্ডের প্রত্যেক বাসিন্দাই এই সার্ভিসের অধীনে অভিযোগ জানাতে পারেন। এবার টক টু কে এম সি সার্ভিসের মাধ্যমে পাওয়া অভিযোগেই ১২৬ নং ওয়ার্ডের সরকারহাট লেন এবং রাখাল মুখার্জী লেন পরিদর্শনে ছুটে গেলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। {ads}
অভিযোগের মধ্যে ছিল স্থানীয় কাউন্সিলরের অনিয়মিত কাজ। এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একেবারে হচ্ছে না বললেই চলে। রাস্তাঘাটে যত্রতত্র ছড়িয়ে থাকা ময়লা সমস্যায় ফেলছিল স্থানীয় বাসিন্দাদের। ১২৬ নং ওয়ার্ডের অধীনে থাকা পুকুরগুলিও ছিল যথেষ্ট অপরিষ্কার। তাই এই সমস্ত অভিযোগ পাওয়ার পরের মূহুর্তেই ছুটে যান পুরসভার প্রশাসক হাকিম বাবু। সারাদিন ধরে ওয়ার্ডের সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং খুব শীঘ্রই পরিষ্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস দেন এলাকার মানুষদের। পাশাপাশি রাস্তা সাড়ানোর কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানান তিনি। তবে, সব থেকে বেশি যে বিষয়টির ওপর তিনি জোড় দিয়েছেন তা হল স্থানীয় মানুষদের পারষ্পরিক সহযোগিতা এবং দ্বায়িত্ব গ্রহণ। যত্রতত্র ময়লা যাতে না ফেলা হয় সেইদিকেও তিনি নজর রাখতে বলে এলাকার বাসিন্দাদের।
কে এম সি প্রশাসক ফিরহাদ হাকিমের উপস্থিতিতে যথেষ্ট খুশি হয়েছে বলে যানা গিয়েছে এলাকার বাসিন্দারা। তবে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই সিদ্ধান্ত ছিল জনসংযোগ রক্ষার মোক্ষম সময়।তাই, অভিযোগ পাওয়ার পরের মূহুর্তেই এই ভাবে ছুটে যাওয়া ভবিষ্যতে কর্পোরেশনের অধীনে বসবাসকারী মানুষের মনে অনেকটাই আশার আলো দেখাবে বলে আনুমান করা যায়। {ads}

Talk To KMC Firhad Hakim Kolkata West Bengal

Last Updated :