শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : না, এবার আর বাংলাদেশ (Bangladesh) নয়। বাংলাদেশকে বাদ দিয়েই আগামী ৪ ডিসেম্বর শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। উদ্বোধনী ছবি হিসাবে থাকবে তপন সিনহার (Tapan Sinha) 'গল্প হলেও সত্যি।' ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধনধান্য অডিটরিয়ামে (Dhono Dhanyo Auditorium)। অন্যান্য নেতাজি ইনডোর স্টেডিয়ামে হলেও এবার স্থান বদলানো হয়েছে।
{link}
৪ নভেম্বর সেখানেই বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবের প্রথম ছবি তপন সিংহের গল্প হলেও সত্যি। কিফের সাংবাদিক বৈঠক এদিন অর্থাৎ ২৯ নভেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল। সেখানে এদিন হাজির ছিলেন অরূপ বিশ্বাস, গৌতম ঘোষ, অর্জুন চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, প্রমুখ। আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়ে তাদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়। সকলেই বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এবার বাংলাদেশকে বাদ রাখা হোক। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, কলকাতার ২০ টি জায়গায় ১৭৫টি সিনেমাগুলো দেখানো হবে।
{link}
ক্লোজিং সেরিমনি ১১ ডিসেম্বর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে। এবারের কিফে একাধিক সিনেমা ব্যক্তিত্বকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে তাঁদের জন্ম শতবর্ষে। আর এঁরা হলেন, তপন সিংহ, মার্সেল্লো মাস্ত্রোইয়ান্নি, মার্লন ব্র্যান্ডো,হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, সেরগেই পারাজানভ, আক্কিনেনি নাগেশ্বর রাও, মোহম্মদ রাফি, মদন মোহন, প্রমুখকে। এছাড়াও শ্রদ্ধাঞ্জলি জানানো হবে অনুপকুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, উৎপলেন্দু চক্রবর্তী, মনোজ মিত্র, প্রমুখকে। সব মিলিয়ে বেশ কয়েকদিন প্রচুর ভালো ছবি দেখতে চলেছেন বাংলার সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষ।
{ads}