header banner

দমকল ও পুলিশ সহায়তায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ের এক ভবন

article banner

করোনার প্রকট , বৃষ্টির অশনি সংকেত তাঁর ওপর আরও এক নতুন বিপদের মুখে আনন্দের শহর।দেবী আগমনের আগেই অগ্নিকাণ্ডের প্রভাব শহর কলকাতায় ।শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এয়ারলাইনস বিল্ডিংয়ের পাশে ৩১ নম্বর গনেশ চন্দ্র অ্যাভিনিউয়ের একটি সাত তলা ভবনের একতলায়  মিটার বক্সে আগুন লাগে । আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে  এবং সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই খুবই দ্রুত ঘটনা স্থলে পৌছায় পুলিশ ও দমকল কর্মীরা ।১২ টি দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।খবর পেয়েই যান দমকল মন্ত্রী সুজিত বসু ।প্রশাসনিক আধিকারিকরাও ঘটনা স্থলে যান । প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে ভবনটিতে প্রায় ৫০ টি পরিবারের বাস।

দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি এবং সাধারন মানুষের বসবাস , বাড়িটি  খুবই পুরানো বাড়ি এবং বাড়ির তলায় অনেক দোকান ও আছে ।মানুষকে অনেক বেশী এই বিষয়ে সচেতন হওয়া উচিত , দমকল , পুলিশ ও স্থানীয়  মানুষদের সহযোগিতায় অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে । আহত মানুষদের চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।কাউকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ । সাত তলা ভবনের মিটার বক্সে আগুন লাগে বলে পুলিশ ও দমকলের প্রাথিমক অনুমান। পুরো ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন দমকল মন্ত্রী ।

Kolkata fire goddess howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable independence freedom fighter news media religion distric

Last Updated :