শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা মানুষের আমি ফাঁসি চাইছি - এমন দাবি শুনলে প্রাথমিকভাবে শিহরণ তো জাগেই। কিন্তু আর জি কর কাণ্ডের অপরাধী সঞ্জয়ের অপরাধের জন্য রাজ্য সরকার ফাঁসির দাবি জানিয়েছিল। কিন্তু সেই মামলা গ্রহণই করল না আদালত।
{link}
বিচারপতি সাফ জানালেন, “সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই।” আদালত জানিয়েছে, এই মামলা একমাত্র করতে পারে সিবিআই (CBI)। আদালত আগেই জানিয়েছিল যে এখানে রাজ্য পার্টি নয়, পার্টি সঞ্জয়ের পরিবার ও CBI। তাই রাজ্যের অধিকার নেই এই দাবি করার।
{link}
অন্যদিকেও নির্যাতিতার পরিবার প্রথমে সর্বোচ্চ শাস্তি দাবি করলেও পড়ে তারা সেই দাবি থেকে সরে আসেন। তারা বলেন, এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে আরো কেউ কেউ। তাদের গ্রেফতারের আগে সঞ্জয়কে ফাঁসি দিয়ে সেই ওই সব অপরাধীদের বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।
{ads}