header banner

R G kar Incident : পুলিশের তরফ থেকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সারা পৃথিবী কেঁপে উঠছে যে বিষয় নিয়ে, সেই বিষয়কে চেপে যাওয়ার জন্য মৃতা চিকিৎসকের পরিবারকে টাকা অফার করেছিলেন পুলিশের এক উচ্চ পদস্ত অফিসার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই অভিযোগের পরে কয়েক মুহুর্ত স্থবির হয়ে যায় সুপ্রিম কোর্ট (Supreme Court)। তিলোত্তমার বাবা প্রথমেই অভিযোগ করেছিলেন পুলিশের তরফ থেকে টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল।

{link}

সুপ্রিম কোর্টের শুনানিতেই সেই বিষয়টি উত্থাপিত হল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Yeshwant Chandrachud) বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন। এদিন শুনানির শুরুতেই আইনজীবী বিকাশরঞ্জন বলেন, “ময়নাতদন্তের রিপোর্টের পাশাপাশি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই। নিগৃহীতার পরিবারকে টাকার অফার করা হয়েছিল।

{link}

যাতে পরিবার পুলিশের সুরেই কথা বলে। এই বিষয়টিও দেখার প্রয়োজন রয়েছে।” শুনে প্রধান বিচারপতি বলেন, “এবিষয়ে আলাদা করে কোনও স্টেটাস রিপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। এটা এই মামলারই অংশ।” পরবর্তী রিপোর্টে সিবিআই (CBI)-কে এই বিষয়টিও উল্লেখ রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। স্বাভাবিক কারণেই ভয়ে কাঁপতে শুরু করেছে টালা থানার পুলিশ (Tala Police Station)। এখন দেখার আগামী ১৭ তারিখ  শীর্ষ আদালতের পর্যবেক্ষণ।

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Prot

Last Updated :