header banner

Kolkata : জল শোধনের পথে আরও এক ধাপ এগোল পুরসভা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জলের অপর নাম জীবন। সেই জলের সংকট সর্বত্র। আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই জলকে পরিশুদ্ধ করে রাস্তা ধোয়া ও গাছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে। এই কাজের জন্য আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur) প্রযুক্তি ব্যবহার করবে পুরসভা। বুধবার এ নিয়ে আইআইটি খড়্গপুরের অধ্যাপকের সঙ্গে বৈঠকও করেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

{link}

বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার পুর কমিশনার ধবল জৈন, মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহ এবং অন্য আধিকারিকেরা। কলকাতা  পুরসভা সূত্রে খবর, বুধবার মেয়রের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আইআইটি খড়্গপুরের প্রযুক্তি কাজে লাগিয়ে পুরসভা পরীক্ষামূলক ভাবে একটি জলশোধনের প্রজেক্ট তৈরি করবে। নোনাডাঙ্গা কিংবা সাউদার্ন এভিনিউতে হতে পারে জল শোধনের ব্যবস্থা করা হবে। এই নিয়ে আলোচনা চলেছে। যদি এই কাজে সাফল্য পাওয়া যায় তাহলে কলকাতা পৌরসভার ক্ষেত্রে এটা হবে এও বৈপ্লবিক কাজ।

{link}

এই উদ্যোগকে সফল করবার জন্য পৌরসভার আধিকারিকরা চেষ্টা করে চলেছেন। পুরসভা সূত্রে খবর, গত বছরে লোকসভা ভোটের আগেই এই সংক্রান্ত প্রজেক্টের বিষয়ে পদক্ষেপ শুরু হয়। তবে বিবিধ কারণে তাতে এত দিন পর্যন্ত সে ভাবে অগ্রগতি হয়নি। সম্প্রতি খড়্গপুর আইআইটির থেকে প্রযুক্তিগত সাহায্য পাওয়ার বিষয়টি চূড়ান্ত হতেই এ নিয়ে আবার নতুন উদ্যমে এগোতে শুরু করে পুরসভা। বুধবার আইআইটি খড়্গপুরের অধ্যাপকের সঙ্গে বৈঠকের পর নর্দমার জল শোধনের পথে আরও এক ধাপ এগোল পুরসভা। এর ফলে একদিকে জলের অপচয় বন্ধ হবে ও অন্যদিকে সেই জলে রাস্তা ধোয়া ও গাছের উপকার হবে।

{ads}

News Breaking News Firhad Hakim Kolkata Municipality IIT Kharagpur সংবাদ

Last Updated :