header banner

Kolkata: পুরোনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে রবিবার রাতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কলকাতার একটা বড়ো সমস্যা বহু বছরের প্রাচীন বাড়ি - যার একটা বড়ো অংশ উত্তর কলকাতায়। তেমনই একটি পুরোনো বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ে রবিবার রাতে। এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট রোডে বিপজ্জনক একটি বাড়ি ভেঙে পড়েছে। ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

{link}

বাড়ির মধ্যে আরও ২-৩ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাড়িটি একটি কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাড়িটি একটি অ্যাসিডের কারখানা ছিল এবং বিপজ্জনক বাড়ি। হঠাৎই রবিবার রাতে ভেঙে পড়ে ওই কারখানার একাংশ।

{link}

ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত এক কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দমকলের কর্মীরা দ্রুত কাজে হাত দেন। চারদিকে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

{ads}

news breaking news TMC Firhad Hakim corporation Old house TMYC সংবাদ

Last Updated :