header banner

Kolkata Air Pollution: বিষাক্ত হয়ে উঠেছে পরিবেশ! দ্রুত বাড়তে থাকা বায়ুদূষণে উদ্বেগ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই কলকাতার বাতাস বেশ বিষাক্ত হয়ে উঠছে। সমস্যা বাড়ছে মানুষের ফুসফুসের। পরিসংখ্যান বলছে কখনো কখনো কলকাতার বায়ু দুষণ দিল্লিকেও ছাড়িয়ে যাচ্ছে। 
মঙ্গলবার রাত আটটা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশে AQI ছিল ৩৪২। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। ওই সময় দিল্লির একিউআই ছিল ২৯৯। কলকাতার ফুসফুস হিসেবে পরিচিত ময়দান এলাকায় বায়ুর এই গুণমান সূচক নিয়ে উদ্বেগ বেড়েছে। সচেতনতার অভাবের জন্যই এই অবস্থা বলেই পরিবেশবিদেরা মনে করেন।

{link}

  পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেন, “এটা সম্পূর্ণ আমাদের গাফিলতি। কারণ, দিল্লির ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। ময়দানে ভিক্টোরিয়ার চারপাশে যে কর্মযজ্ঞ চলছে, বিশেষ করে মেট্রোরেলের কাজ। সেখানে নির্মাণের কাজ যেভাবে ঢেকে রাখা উচিত ছিল, সেটা করা হচ্ছে না। সেটা রাজ্য সরকারের দেখা দরকার। যে ধুলোটা উড়ছে, সেটা বন্ধ করার জন্য জল ছেটানোর দরকার ছিল। এছাড়া মা ফ্লাইওভারের উপর দিয়ে যেসব পুরনো ডিজেল গাড়ি চলছে, সেগুলো নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারের কাজ। ফলে কেন্দ্রীয় সরকারও দোষী। রাজ্য সরকারও দোষী। আর একটা কথা, এই ধরনের দূষণ শীতকালে বাড়ে। তবে এত ভয়ানক হয় না যে দিল্লির থেকে আমাদের এখানে দূষণ বেশি হবে। দিল্লির থেকে এখানে গাড়ির সংখ্যা কম। দিল্লির তুলনায় আমাদের ময়দান এলাকা এত ঘনবসতিপূর্ণ নয়। সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে ঘনবসতিপূর্ণ এলাকার পরিস্থিতি আরও ভয়ানক হবে।”

{ads}

Air Pollution Kolkata News Kolkata Police Weather Department Bengali News Air Pollution Update Bengali News সংবাদ বায়ুদূষণ পরিবেশ কলকাতা আবহাওয়া

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article