header banner

Mamata Banerjee : মাথা গোঁজার ঠাঁই এবার নিউটাউনে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কলকাতায় নিজের একটা থাকার জায়গায় চান? অথচ সাধ্য নেই? এবার সেই ব্যাপারেই  এগিয়ে এলেন সরকার। বাস্তবে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না বিপুল দামের জন্য। তবে এবার বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে ফ্ল্যাট দেবে সরকার। সেটাও আবার নিউটাউনে (Newtown)। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিউটাউনের এই দুটি আবাসনের উদ্বোধন করেন।

{link}

সুজন্ন ও নিজন্ন। এই দুটি আবাসন প্রকল্প। বৃহস্পতিবার মুখ্য়মন্ত্রী এই দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করেন। মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন যাঁরা তাঁদের জন্য় এই আবাসন প্রকল্প। স্বল্পবিত্ত মানুষদের কাছে বড় আশার জায়গা হতে চলেছে এই সুজন্ন ও নিজন্ন। মুখ্য়মন্ত্রী বলেন, আমরা চাই সবার আশ্রয় থাকুক। নিজের ঘর থাকুক। বড় আবাসন প্রকল্প। ৭ একর জমিতে ১২১০টি ফ্ল্যাট হচ্ছে।

{link}

অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য জি প্লাস ১৪ তলা। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন জমির দাম নেওয়া হয়নি। এটা সরকার দিয়েছে। ভর্তুকি দেওয়া হয়েছে। বাজারমূল্য থেকে কম দামে এই ফ্ল্যাট মিলবে। লটারির মধ্যমে এই ফ্ল্যাট দেওয়া হবে। সব মিলিয়ে যাঁদের এতদিন কলকাতা শহরে নিজেদের একটা মাথা গোঁজার ঠাঁই করার ইচ্ছা তাঁদের এবার সেই ইচ্ছে পূরণ হওয়ার পথে। আবাসনের সঙ্গেই নানা ধরনের সুবিধাও থাকবে এই প্রকল্পের আওতায়।

{ads}

News Breaking News Newtown Mamata Banerjee সংবাদ

Last Updated :