header banner

LPG Cylinder Price: 100 টাকা করে কমল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত টাকায় বিকোচ্ছে সিলিন্ডার?

article banner

LPG Cylinder Price: চড়া মূল্যবৃদ্ধির বাজারে অবশেষে স্বস্তি। কমল রান্নার গ্যাসের দাম। একটি সংবাদ সংস্থা সূত্রের খবর, তেল বিপণনকারী সংস্থাগুলি বাণিজ্যিক লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (LPG)-র দাম কমিয়েছে। এই সিদ্ধান্তের ফলে, 19 কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 99.75 টাকায় হ্রাসপ্রাপ্ত হয়েছে। নতুন দাম আগষ্ট মাসের 1 তারিখ থেকেই কার্যকর করা হয়েছে। কিন্তু কারা কারা এই মূল্য হ্রাসের সুবিধা পাবেন? 
প্রসঙ্গত, গত জুলাই মাসে এই গ্যাসের দাম 7 টাকা বৃদ্ধি পেয়েছিল। এবার আগস্ট মাসে এটি হ্রাস পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি পাবেন ক্রেতারা। তবে এই মূল্য হ্রাস করা হয়েছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই। ফলে 19 কেজি বাণিজ্যিক গ্যস সিলিন্ডার ব্যবহারকারী গ্রাহকেরাই এই সুবিধাটি পেতে চলেছে। মূলত ছোট রেস্তোরাঁ ও হোটেলগুলিতে এই বিশেষ সিলিন্ডারের ব্যবহার করা হয়ে থাকে। ঘরোয়া কাজে ব্যবহৃত গৃহস্থ গ্যাসের সিলিন্ডারের দামে কোনরকম পরিবর্তন করা হয়নি। সাধারণ মানুষ ঘরে যে সিলিন্ডারগুলি ব্যবহার করেন সেগুলি মূলত 14.2 কেজির হয়ে থাকে। 

{link}

এই মূল্য হ্রাসের ফলে কোন শহরে কত হল গ্যাসের দাম ?


কলকাতা: খাস কলকাতার বুকে বর্তমানে 19 কেজি গ্যাসের এই বাণিজ্যিক সিলিন্ডারের দাম বর্তমানে 1920 টাকা। জুলাই মাসে অর্থাৎ এক মাস আগে শহরে এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1920 টাকা। অর্থাৎ, স্পষ্টভাবেই একমাসের ব্যবধানে কলকাতায় প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে 100 টাকা করে।
নয়াদিল্লি: দেশের রাজধানীতে এক মাস আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল 1780 টাকা। আগষ্ট মাসে সেই দাম কমে হয়েছে প্রতি সিলিন্ডার পিছু 1680 টাকা। হিসাব অনুসারে দিল্লিতেও গ্যাস সিলিন্ডারের দাম 100 টাকা কমে গিয়েছে। 
মুম্বই: দেশের ফিনান্সিয়াল ক্যাপিটাল মুম্বইয়েও 100 টাকা কমেছে গ্যাসের দাম। 1740.50 টাকা থেকে কমে মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1640.50 টাকা। 

{link}
এর ফলে কি সুবিধা পাবেন গ্রাহকেরা: 


উচ্চ মূল্যবৃদ্ধির বাজারে ইতিমধ্যেই চাল থেকে শুরু করে রান্নার জন্য বিভিন্ন প্রয়োজনীয় আনাজের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। যার ফলে বর্তমানে খরচ নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন রেস্তোরাঁর ব্যবসায়ীরা। এই পরিস্থিতিতে গ্যাসের মুল্য হ্রাস পাওয়ার বিষয়টি বেশ কিছুটা স্বস্তি নিয়ে আসবে রেস্তোরাঁর ব্যবসায়ীদের মধ্যে। কারন সিলিন্ডারের দাম কমার ফলে বেশ কিছুটা কমতে চলেছে নিত্যদিনের খরচ। 
তবে, এই দাম কমার বিষয়টির ফলে গার্হস্থ সিলিন্ডারের দামে কোনরকম প্রভাব পড়ছে না। সাধারণ মানুষে ঘরে যে সিলিন্ডারগুলি ব্যবহার করেন, তার দাম অপরিবর্তিতই থাকতে চলেছে। শহর কলকাতায় বর্তমানে 14.2 কেজি সিলিন্ডারের দাম রয়েছে 1129 টাকায়। 
{ads}

Gas Cylinder Price Gas Cylinder Price Cut Gas Price LPG Cylinder Price Cut LPG Cylinder Price LPG Gas Price LPG Gas Price Kolkata গ্যাসের দাম এলপিজি সিলিন্ডার গ্যাস সিলিন্ডার

Last Updated :