header banner

Kolkata : আবারও পথে নামার ডাক দিচ্ছেন প্রতিবাদীরা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রায় বিনা মেঘে বজ্রপাতের মতো শুক্রবার খবরটা সামনে আসে। আর জি কর কাণ্ডের (R G Kar Incident) ৯০ দিন পরেও সন্দীপ ঘোষ (Sandeep Ghosh) জামিন পেয়ে যাওয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র ডাক্তারেরা (Junior Doctors)। তারা প্রশ্ন তোলেন, CBI চার্জশিট দিতে পারেন নি, না দেয় নি? সন্দীপ ঘোষ জামিন পেতেই আবারও জ্বলে উঠল সেই ছাই চাপা আগুন। আবারও পথে নামার ডাক দিচ্ছেন প্রতিবাদীরা।

{link}

এমনকী আগের মতোই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির কথাও ভাবতে শুরু করেছেন। শুক্রবার নিম্ন আদালতে সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর, এমনটাই বলেছেন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতোরা। তারা আবার বৃহত্তর আন্দোলনে পথে নামছেন। তবে এবার তাদের আন্দোলেন CBI এর বিরুদ্ধে। সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পরেই শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জুনিয়র ডাক্তাররা জানান, প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারেন তাঁরা। অনিকেত মাহাতো বলেন, ‘প্রয়োজনে কর্মবিরতির পথে যেতে পারি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ৯০ দিন পরও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা কেন চার্জশিট দিতে পারল না, আর অন্যদিকে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য চার্জশিট পেশ করার অনুমতি কেন দিচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন।

{link}

সিবিআই এর ওপরে ব্যর্থতার দায় চাপাচ্ছেন তাঁরা। এই নিয়ে কংগ্রেস ও সিপিএম আবার 'দিদি মোদী সেটিং'-এর তত্ত্ব সামনে এনেছেন। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, কেন CBI চার্জশিট দিতে পারলো না? জুনিয়র ডাক্তারেরা বলছে, তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে চার্জশিট না দেওয়ার জন্য সিবিআইকে তিলোত্তমার কাছেও জবাব দিতে হবে। তাঁদের প্রশ্ন, দেহ তড়িঘড়ি করে পোড়ানো হয়নি? ১২-১৪ ঘণ্টা পর এফ‌আইআর হয়নি? সেমিনার রুমে বহিরাগত ছিল না? এই গড়িমসির জবাব সিবিআইকে দিতে হবে বলে সুর চড়াচ্ছেন তাঁরা।

{ads}

News Breaking News Kolkata R G Kar Incident Sandeep Ghosh CBI Junior Doctors সংবাদ

Last Updated :