header banner

R.G Kar: বাংলার গায়ে ভাঙচুর হল তিলোত্তমার মূর্তি

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  তিলোত্তমাকে রক্ষা করতে পারে নি বাংলা। এবার তাঁর মূর্তিকেও রক্ষা করতে পারল না তার সহকর্মীরা। শনিবার তিলোত্তমার ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল নাগরিক সমাজ ও জুনিয়র চিকিৎসক ফ্রন্টের সদস্যরা। মশাল হাতে বিভিন্ন জায়গা থেকে হয় মিছিল। আরও একবার জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বার্তা দেন, যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন পর্যন্ত তাঁরা ময়দান ছাড়বেন না। এই প্রতিবাদ বিক্ষোভ যখন চলছে, সেই সময় কলকাতা মেডিক্যাল কলেজের দ্রোহের গ্যালারিতে থাকা তিলোত্তমার মূর্তি ভাঙচুর করেছে কিছু দুষ্কৃতী।

{link}

কিন্তু কারা করেছে এই কাজ? উত্তর এখন পর্যন্ত অধরা। এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ কাউকে চিহ্নিত করা যায়নি। শনিবার মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা প্রতিবাদের জন্য দ্রোহের গ্যালারি তৈরি করেছিলেন। সেইখানেই রাখা ছিল তিলোত্তমার মূর্তি। তবে রবিবার সকালে দেখা গেল ভেঙে ফেলা হয়েছে মূর্তিটি। তাৎপর্যপূর্ণভাবে কেউ বা কারা ভেঙে দিয়েছে মূর্তিটির মুখ। তবে এর মধ্যে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন।

{link}

ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ ছাড়াও কিছু জুনিয়র ও সিনিয়র ডাক্তার মিলে আরও একটি মঞ্চ তৈরী করেছেন। অনেকেই মনে করেন এই দ্বিতীয় মঞ্চটি শাসকদল প্রভাবিত।

{ads}

news breaking news R.G. Kar news tilattoma abhaya junior doctor protest rape case Kolkata সংবাদ

Last Updated :