header banner

Durga Puja 2025 : পুজোর থিমেও রাজনীতির ছায়া!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এতটা সরাসরি রাজনীতি পুজোর সঙ্গে যুক্ত হয় নি। সরকারি অনুদান পাবার পরে অনেকেই সরকার ঘেঁষা পুজো করছে। এবার বেশ স্পষ্ট পুজোর থিম। প্রশ্ন উঠেছে, রাজনীতির লড়াই কি এবার বড়-বড় পুজো মণ্ডপগুলির থিমেও পড়তে শুরু করেছে? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ, বাগুইআটির (Baguiati) অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের (Aswininagar Bandhumahal Club) থিম এবার ‘বাংলা ও বাঙালি’।

{link}

অর্থাৎ যে বাঙালি অস্মিতা নিয়ে ভোটের আগে রাজনৈতিক আলোচনা-যুক্তি-তর্ক চলছে, তা নিয়েই যখন তৈরি হয়ে যায় গোটা পুজোর থিম তখন প্রশ্ন ওঠে বৈকি! আবার সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) থিম ‘অপারেশন সিঁদুর’। তবে এবার আর শুধু অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বা সন্তোষ মিত্র নয়, একই তালিকায় এল টালা প্রত্যয়ের নামও। তাদের একটি পোস্টার ও থিমের ভাবনা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। এই রাজনীতির লড়াই কি এবার বড়-বড় পুজো মণ্ডপগুলির থিমেও পড়তে শুরু করেছে? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কারণ, বাগুইআটির অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের থিম এবার ‘বাংলা ও বাঙালি’। অর্থাৎ যে বাঙালি অস্মিতা নিয়ে ভোটের আগে রাজনৈতিক আলোচনা-যুক্তি-তর্ক চলছে, তা নিয়েই যখন তৈরি হয়ে যায় গোটা পুজোর থিম তখন প্রশ্ন ওঠে বৈকি! আবার সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’।

{link}

তবে এবার আর শুধু অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব বা সন্তোষ মিত্র নয়, একই তালিকায় এল টালা প্রত্যয়ের নামও। তাদের একটি পোস্টার ও থিমের ভাবনা নিয়েও কিন্তু আলোচনা শুরু হয়েছে। এই বছর একশো বছরে পা দিল টালা প্রত্যয় (Tala Prattoy)। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন’। আর তার ট্যাগ লাইন ‘সবুজ রবে বাংলা’। সামনে বছর এই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এই ট্যাগলাইন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুুউতোর। কেউ কেউ প্রশ্ন তুলছে, এর অর্থ অন্তর্নিহিত অর্থ নিয়েও। তবে টালা প্রত্যয়ের এই ট্যাগ নিয়ে প্রশ্ন উঠেছিল একুশ সালেও। সেই বছরও বিধানসভা ভোট ছিল। ক্ষমতায় তৃণমূল থাকবে নাকি বিজেপি আসবে সেই নিয়ে জল্পনার মাঝে তাদের থিম ছিল ‘একুশেও বদলাচ্ছে না’। সব মিলিয়ে জমে উঠেছে পুজোর থিম।

{ads}

 

News Breaking News Baguiati Santosh Mitra Square Tala Prattoy Durga Puja 2025 সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article