header banner

RG Kar Incident : চোখের জলে ভাসছে সারা বাংলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  'অভয়া তুমি নির্ভয়ে থাকো, বিচার তুমি পাবেই' - এভাবেই অভয়ার আত্মাকে বার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কাল ছিল ৯ ফেব্রুয়ারি। একাদিকে আরজি কর কান্ডের ৬ মাস পূর্ণ হচ্ছে পাশাপাশি কালই ছিল আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের জন্মদিন। ৩১ পেরিয়ে ৩২-শে পা। আরজি কর হাসপাতালে তরুণী নিহত চিকিৎসকের জন্মদিন পালনের ডাক অভয়া মঞ্চের।

{link}

অপরদিকে মেয়ের ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামার ডাক দিয়েছেন মৃতার বাবা-মা। খাস কলকাতার আরজি কর মেডিকেল কলেজে নিজের কর্মক্ষেত্রে গত বছর ৯ অগাস্ট নির্মম ভাবে ধর্ষণ-খুন হতে হয় কর্মরত তরুণী চিকিৎসককে। কালই তার ৬ মাস পূর্ণ হচ্ছে। এদিকে কালই আরজি করে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। চোখের জলে ভাসছে সারা বাংলা। আবার নানা মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও ফ্রি অভয়া ক্লিনিক করা হচ্ছে বহু জায়গায়। মেয়ের জন্মদিনে 'হার না মানা লড়াইয়ে'র ডাক দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের পরিবার। মেয়ের ন্যায় বিচারের দাবিতে ফের একবার পথে নামার ডাক দিয়েছেন মৃতার মা-বাবা।

{link}

বিকেলে আরজি করে নির্যাতিতার জন্মদিন পালনের ডাক চিকিৎসক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই উপলক্ষ্যে স্বাস্থ্য সচিব, বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার ও সিবিআই আধিকারিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি এদিন একাধিক নাগরিক সংগঠন ও চিকিৎসক সংগঠনের তরফে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সমাজের সকল স্তরের মানুষকে এদিনের কর্মসূচীতে সামিল হওয়ার আবেদন জানানো হয়েছিল।  নির্যাতিতার জন্মদিন পালনের অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছিলমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

{ads}

News Breaking News Kolkata R G Kar Incident সংবাদ

Last Updated :