header banner

Jadavpur University : যাদবপুর নিয়ে উত্তাল গোটা রাজ্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) সামনেই তৈরী হয় চরম উত্তেজনা। ব্রাত্য বসু নিজেই অসুস্থ হয়ে পরেন। তৃণমূল বিরোধী ছাত্র সমাজের মূল দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচনের। সেই দাবীকে কেন্দ্র করেই উত্তেজনা। সকালেও দেখা যায়, ক্যাম্পাসের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছেঁড়া ব্যানার হোডিং। তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষাবন্ধু সমিতির অফিস থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। পুড়ে ছাই অশিক্ষক কর্মচারীদের অফিস।

{link}

শনিবার শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বন্ধু ভবনে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আগুনও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। শনিবার রাতে এগারোটা নাগাদ আবারও এই শিক্ষা বন্ধু ভবনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুন দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা নেভানোর কাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যাদবপুরের প্রাক্তনী সাহিল আলিকে পুলিশ গ্রেফতার করে। ফলে সকাল থেকে উত্তেজনা আবার তৈরী হয়। সূত্রের খবর, WBCUPA এর অভিযোগের ভিত্তিতে অধ‍্যাপকদের পেটানোর ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। যাদবপুরের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ৫টি এফআইআর করেছে।

{link}

পুলিশ প্রতিটি অভিযোগ খতিয়ে দেখছে। প্রসঙ্গত, শনিবার তৃণমূল কংগ্রেসের অধ্যাপক সংগঠনের অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর সামনেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে জোরাল আন্দোলনে সরব হন পড়ুয়ারা। ওঠে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি। তা নিয়েই তপ্ত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস। উত্তেজনার আবহেই শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে আহত হয় প্রথম বর্ষের এক পড়ুয়া। সে আবার অতিবাম ছাত্র সংগঠন RSF এর সদস্য বলে জানা যাচ্ছে। তা নিয়েই এখন উত্তাল গোটা রাজ্য। সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)।

{ads}

News Breaking News Jadavpur University Bratya Basu সংবাদ

Last Updated :