শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গত শনিবার থেকে ঘটে যাওয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ঘটনায় আমরা সকলেই উদ্বিগ্ন। একটা বিষয় পরিষ্কার যে এই ক্ষেত্রে পুলিশি ব্যর্থটা ছিল। এই নিয়ে বেশ কয়েকটা FIR করা হয়েছে। এর মধ্যেই হঠাৎ SFI নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattacharya) যাদবপুর থানা ডেকে পাঠিয়েছে। শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার ওয়েবকুপার সম্মেলনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। সে সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়।
{link}
মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাম পড়ুয়ারা। পরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই ছাত্র জখম হন বলে অভিযোগ। ওই দিনের অশান্তির ঘটনায় তাঁর কাছে কী ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে তা সঙ্গে নিয়ে সৃজনকে থানায় যেতে বলা হয়েছে। প্রসঙ্গত, অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ নিয়ে সাংবাদিক বৈঠক পাল্টা সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। তারই জেরে এই তলব কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও কোনো অজ্ঞাত কারণে দেবাংশুকে পুলিশ ডাকে নি।
{link}
সৃজন ভট্টাচার্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। তবে জামানত জব্দ হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কাণ্ডে এবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাল পুলিশ। এখন এই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। তাই তাদের কাছে থাকা তথ্য এবার মিলিয়ে নিতে চাইছে পুলিশ। এই আবহে তরুণ বামেদের বড় মুখকে তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি দাবি নিয়ে ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন।
{ads}