header banner

Saltlake : এবার দুর্নীতির খবর আসলো ডাক্তারি পরীক্ষায়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : 'দুর্নীতি' শব্দটা এখন প্রায় নৈমিত্তিক ব্যবহারযোগ্য শব্দ হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে প্রায় সর্বত্র দুর্নীতি শিরোনামে এসেছে। এবার দুর্নীতির খবর আসলো ডাক্তারি পরীক্ষায় (medical examination)। সাত সকালে সল্টলেকের (Saltlake) একাধিক আবাসনে তল্লাশি শুরু করল ইডি (ED)। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

{link}

সূত্রের খবর, এবার মেডিক্যাল পরীক্ষা তথা ডাক্তারির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর সেই দুর্নীতির অঙ্কও নাকি কোটি কোটি টাকা! বাঙালি এক সময় সততার জন্য গর্ব করতো। সেই সৎ বাঙলিরা আজ লজ্জায় মাথা নামিয়েছে। মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের ৩৫ ও ৩৬ নম্বর আবাসনে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর,  কলকাতার এক বেসরকারি মেডিক্যাল কলেজের দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এখন অপেক্ষা যে ঝুলি থেকে কোন বেড়াল বের হয়ে পড়ে। শিক্ষা, রেশন, কয়লার, পাথর, গোরু, ইত্যাদি দুর্নীতি তো ছিলই। এবার ডাক্তারি পরীক্ষাতেও দুর্নীতি।

{link}

পোস্ট গ্র্যাজুয়েট পরীক্ষার ক্ষেত্রে জাল নথি ব্যবহার করে ডাক্তার হয়েছেন অনেকে। এই অভিযোগ আগেই গিয়েছিল ইডি-র কাছে। তাই শিক্ষা, খাদ্য, পুর নিয়োগের পর এবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে হানা দিল ইডি। এনআরআই-দের জন্য সংরক্ষিত ডাক্তারি পড়ুয়ার আসন জালিয়াতি নিয়ে তদন্ত করছে এই সংস্থা। গত এপ্রিল মাসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের হয়। তার ওপর ভিত্তি করেই এই তল্লাশি চলছে। সূত্রের খবর, অভিযোগের তালিকায় কলকাতার কলেজ ছাড়াও হলদিয়া, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজেরও নাম রয়েছে। এফআইআর-এ সরাসরি রাজ্যের স্বাস্থ্যকর্তাদের নাম রয়েছে। আগামী দিনে হাতভাগ্য বাঙালি হয়তো সেই ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাবেন, যিনি ডাক্তার হওয়ার যোগ্য নন।

{ads}

News Breaking News Saltlake ED medical examination সংবাদ

Last Updated :