শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ঢাকুরিয়া সারস্বত সম্মিলনী (Dhakuria Saraswat Sammilani Club) এবার করতে চলেছে ৪৮ তম বার্ষিকী পূজা। দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি অন্যতম পুজো এটি। এই পুজো কমিটির সম্পাদক সৌম্য দাস বলেন, তারা আগে সাবেকিয়ানাধৰ্মী পুজো করতেন। গত কয়েক বছর ধরে তারা থিমের পুজো (Puja theme) করছেন।
{link}
তাদের এবারের পুজোর থিম 'দেহরথ।' সম্পাদক সেই থিমের ব্যাখ্যা দিয়ে বলেন, মন্ডপের সামনেই থাকবে একটা বড়ো 'রথ', আর তার মধ্যে থাকবে একটা গোলক, যাকে আমরা হৃদয় বলে কল্পনা করতে পাড়ি। সেই হৃদয় হলো আসলে মা দুর্গা - যিনি সমস্ত বিশ্বকে পরিচানলা করেন।
{link}
সম্পাদক আরও বলেন, প্রভু জগন্নাথের রথে আছে ২০৬টি কাঠ, তেমনই আমাদের শরীরেও আছে ২০৬টি হাড়। এটা আসলে একটা প্রতীক। আর সব কিছুর কেন্দ্রে যে গোলক তা আমাদের হৃদয়। সেই হৃদয়েই বাস করেন দেবী দুর্গা। এ বছর ওই পুজোর থিম শিল্পী অভিক বড়াল, প্রতিমা শিল্পী কৌশিক পাল।
{ads}