header banner

Durga Puja : ট্যাংড়ার কামার ডাঙার বছরের থিম - 'মধু মহল'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কামার ডাঙার (Kamar Danga) পুজো এ বছর ১০৫ তম বর্ষের পুজো। কলকাতার (Kolkata) প্রাচীনতম পুজোগুলোর মধ্যে এই কামার ডাঙার পুজো অন্যতম। তৃণমূল কংগ্রেসের নেতা স্বপন সমাদ্দার বলেন, বাঙালির অন্যতম উৎসব এই শারদ উৎসব (Durga Puja)।

{link}

সবাই মিলে কয়েক দিনের জন্য মায়ের আরাধনায় মেতে উঠবো আমরা সবাই। তিনি জানান তাদের এ বছরের পুজোর থিম মধু মহল। আপনারা সবাই আসুন, পুজো মন্ডপে আপনারা মৌমাছি ও ভ্রমরের গুঞ্জন শুনতে পাবেন।

{link}

এই প্রসঙ্গেই তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী (CM) বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই সবাই আসুন। উৎসবে অংশ নিন। আনন্দ করুন। তিনি বলেন, 'আমাদের পাশে যে অশুভ শক্তি ঘুরে বেড়াচ্ছে তার ধ্বংস হোক ও শুভ শক্তির বিকাশ ঘটুক।' তিনি সকলকে তাদের মন্ডপে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন।

{ads}

News Breaking News Kolkata Tangra Kamar Danga TMC Durga Puja Durga Puja 2024 CM Mamata Banerjee Politics Politician সংবাদ

Last Updated :