header banner

R G kar Incident : আরজি কর কাণ্ডে বিপাকে তিন চিকিৎসক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আরজি কর কাণ্ড (R G kar Incident) ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রবিবার ফের চিকিৎসা জগতে চাঞ্চল্যকর মোড়! আরজি কর কাণ্ডে এবার বিপাকে তিন চিকিৎসক। ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas) ডাক্তার অভিক দে (Avik Dey) ও ডাক্তার রঞ্জিত সাহার (Ranjit Saha) বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের বউবাজার থানায় (Bowbazar Police Station)।

{link}

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, অভিযোগকারী অঞ্জন মণ্ডল-সহ আরও বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক (Junior doctors) অভিযোগ এনেছেন এই তিন চিকিৎসকের বিরুদ্ধে। ওই জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত তিন ডাক্তার ভয় দেখাচ্ছিলেন তাঁদের।

{link}

এই মর্মেই বৌবাজার থানায় এফআইআর (FIR) দায়ের করেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে। এদিকে আরজি কর তদন্তে আজও সিবিআই দফতরে এলেন আরজি করের এমএসভিপি সপ্তর্ষী চট্টোপাধ্যায়। এই নিয়ে তৃতীয় দিন তিনি সিবিআই দফতরে এলেন। দু্র্নীতি মামলায় ইতিমধ্যে প্রচুর নথি সংগ্রহ করেছে সিবিআই। সেই সমস্ত নথি খতিয়ে দেখার জন্য উনি আসছেন বলে সূত্রের খবর।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Ko

Last Updated :

Related Article

Latest Article