header banner

উপেক্ষিত সরঞ্জামেই সাজবে তিলোত্তমা

বিঞ্জান ও প্রযুক্তিবদ্যা যেখানে প্রকৃতির মাধুর্য্যকে ধীরে ধীরে ম্লান করে দিচ্ছে, সেখানেই কখনও কখনও চোখে পড়ছে সেই সরলতাইকেই ফিরিয়ে আনার নানান প্রচেষ্ঠা। এই রকমই এক উদ্যোগ দেখা গেল শহর কলকাতায় কর্মরত একদল কর্মীদের মধ্যে। পথ চলতে বিভিন্ন সময়ে বিভিন্ন নতুন জিনিসের সংযোজন দেখা গেলেও টায়ার দিয়ে কখনো কোনো অভিনব কিছু চোখে পড়েনি। এবার সেই টায়ার দিয়েই তৈরী হতে চলেছে কলকাতার বুকে এসপ্ল্যানেড ডিপোতে টায়ার পার্ক। {ads}

রাজ্য পরিবহণ নিগমের আধিকারিক অনুপম বিশ্বাস  জানিয়েছেন, টায়ার কেটে দোলনা, চেয়ার, টেবিল ও অন্যান্য জিনিস বানিয়েছে পরিবহন দপ্তরের কর্মীরাই। বিভিন্ন ডিপো অথবা বাসের টার্মিনাস পয়েন্টে পরে থাকা পরিত্যক্ত বাসের টায়ার তুলে এনে এই পার্ক তৈরী করা হচ্ছে। এই অভিনব প্রয়াসের আসল কারণ হিসেবে তিনি বলেছেন, ডিপোর বিভিন্ন জায়গায় পড়ে থাকা টায়ারে জল জমে মশার লার্ভা সৃষ্টি হয় এবং যা থেকে উৎপত্তি হয় নানান রোগ। তাছাড়াও এই পড়ে থাকা টায়ার থেকে ঘটে গেছে নানা দুর্ঘটনা। তাই একদিকে সুরক্ষা এবং অন্যদিকে সৌন্দর্য্যতা দুটোই বজায় রাখা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের পরিকল্পনা ছিল পরিত্যক্ত টায়ার থেকে শিল্প সৃষ্টি করা। তাই এই অভিনব পদ্ধতিকেই অবলম্বন করে এগোনো হচ্ছে। তাছাড়া এসপ্ল্যানেড ডিপোতে আছে স্মরণিকা ট্রাম রেস্টুরেন্ট। তাই প্রচুর মানুষের জাতায়াতও থাকবে এই দুই জায়গাতেই। ফলে সর্বক্ষণ মানুষজনের জাতায়াতে জায়গাটি পরিষ্কার ও অসামাজিক কাজ মুক্ত থাকবে বলেও মনে করে রাজ্য পরিবহন নিগম।

আগামী সপ্তাহ থেকেই এই পার্ক চালু হবার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। পার্কে প্রবেশ করার সময় প্রবেশকারীদের কিছু টাকা দিয়ে পার্কে প্রবেশ করতে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। তবে বলা যায়, পরিবেশ দূষণ ঘটানো থেকে বিরত থাকার ক্ষেত্রে এই ব্যাবস্থা নিঃশন্দেহে প্রশংসনীয়। {ads}

Tire Park Splanade depot Swaranika Tram Museum Kolkata West Bengal

Last Updated :