শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : গতকাল সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের (Junior doctors) কাজে ফিরতে হবে। কিন্তু গতকাল দিল্লি শীর্ষ আদালতে যা হয়েছে, তা নিয়ে সমস্ত প্রতিবাদী মঞ্চ প্রবল ক্ষুব্ধ। এই পরিস্থিতিতেই রাতে সাংবাদিন সম্মেলন করে আন্দোলনকারী ছাত্রদের পক্ষ থেকে অনিকেত মাহাতো (Aniket Mahato) বলেন, তারা কোনো কারণেই কর্ম বিরতি থেকে সরছে না।
{link}
এক ধাপ এগিয়ে বলেন, "আমরা তো জুনিয়র ডাক্তার। শিক্ষানবিশ, ছাত্র। একটা সিস্টেম শুধুমাত্র যদি ছাত্রদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের কাছে প্রশ্ন এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আদৌ কি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব? হেল্থ রিক্রুকমেন্ট নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে।" তার পরেই তারা জানান, স্বাস্থ্য ভাবনেই আছে যত ঘুঘুর বাসা। সেই বাসা ভাঙতে হবে। তারা স্পষ্ট করে বলেন, ১০ তারিখ, বেলা ১২টায় তারা করুনাময়ীতে জড়ো হয়ে স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan) অভিযান করবে।
{link}
তাদের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, তাদের ৫দফা দাবি না মানা পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ চলবে। তারা বলেন, তাদের দাবি খুবি সাধারণ -
১) দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি।
২) সন্দীপ ঘোষকে 9Sandeep Ghosh) সাসপেন্ড।
৩) সিপি বিনীত গোয়েলের (Vineet Kumar Goyal) পদত্যাগ।
৪) স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা।
৫) 'থ্রেট কালচার’ (Threat culture)-বন্ধ করা।
গত কয়েকদিনে বিভিন্ন হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পরিষেবায় ছাপ ফেলছে বলে সোমবার নবান্ন (Nabanna) থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা এখনও অনড় তাদের আন্দোলনে।
{ads}