header banner

Kolkata : মা ফ্লাই ওভারে মর্মান্তিক দুর্ঘটনা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সকালের দিকে যথেষ্ট কুয়াশা ছিল। সেই কুয়াশার মধ্যেই সকাল ৬টা নাগাদ মা ফ্লাই ওভার (Maa Flyover) দিয়ে বাইকে যাচ্ছিলো দুই যুবক। তার পরেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন।

{link}

হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ বলছে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় সজোরে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ছিটকে নিচে পড়ে যান বাইকে থাকা দু’জনেই। প্রচুর ব্লিডিং হওয়ার কারণে রাস্তায় অনেক রক্ত জমে যায়।তার পরেই প্রচুর যানজট তৈরী হয়। খবর পেয়ে ছুটে আসে ট্র্যাফিক পুলিশ।

{link}

স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে আর কিছু করে উঠতে পারেননি চিকিৎসকেরা। মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই দুই যুবক রাজা বাজার অঞ্চলের বাসিন্দা।এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

{ads}

News Breaking News Kolkata Maa Flyover Accident Death

Last Updated :