header banner

কলকাতার রাস্তায় কি কমছে ট্রামের গুরুত্ব?

article banner

কলকাতার রাস্তার কথা উঠলেই শহরবাসীর কাছে যে সমস্ত ছবি চোখের সামনে ভেসে ওঠে তার মধ্যে একটি অবশ্যই কলকাতার ট্রামের ছবি। সেই ইংরেজ আমল থেকেই কলকাতার ও কলকাতার সড়কের ঐতিহ্য বহন করে আসছে কলকাতার রাস্তায় চলতে থাকা এই যানবাহনটি। কিন্তু বেশ কিছুদিন ধরে শহরের বেশ কিছু স্থানে শুনতে পাওয়া যাচ্ছে না চলতি ট্রামের শব্দ। এই মুহূর্তে কোলকাতার মোট তিনিটি গুরুত্বপূর্ন রুটের ট্রাম বন্ধ প্রায় সাত মাস ধরে। ট্রামগুলি বন্ধ রয়েছে যান্ত্রিক ত্রুটির কারনে।কিন্তু প্রশ্ন উঠছে কবে আবার এই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উঠে ফের রাস্তায় চলতে শুরু করবে ট্রামগুলি।
এই যান্ত্রিক ত্রুটির পিছনে মূল কারন হল আমফান। যার ফলেই প্রায় সাত মাস যাবৎ বন্ধ রয়েছে খিদিরপুর থেকে ধর্মতলা ও বিধাননগর থেকে হাওড়া রুটের ট্রাম। আমফানের ফলেই ছিঁড়ে যাওয়া তার সারাই করা হয়ে ওঠেনি আজ পর্যন্ত। সূত্রের খবর অনুযাই খিদিরপুর থেকে ধর্মতলা রূটের আয় অনেকটা বেশি।কিন্তু বিপর্যয়ের কারনে একইভাবে বন্ধ বিধাননগর থেকে হাওড়া রুটের ট্রাম, সেখান থেকেও নেহাত কম আয় হয়না সরকারের। কিন্তু বর্তমানে এই দুই রুট থেকেই সম্পূর্নভাবে বন্ধ রয়েছে। তবে কবে রূট সারিয়ে উঠে ফের এই রুটগুলিতে ট্রাম চালু হবে সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে বিধাননগর থেকে ধর্মতলা রুটের ট্রাম এই মুহূর্তে বন্ধ শিয়ালদহ ফ্লাইওভারের জন্য। কারন ফ্লাইওভারের বহন ক্ষমতা খুব একটা ভালো নেই, ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই এই লাইনেও বর্তমানে ট্রাম চলাচল বন্ধ রয়েছে।
 

{ads}

Tram Kolkata News Amphan Tredition West Bengal India

Last Updated :