header banner

পাঁশকুড়ায় রাতের অন্ধকারে পুড়ল তৃণমূলের দলীয় পার্টি অফিস, তুঙ্গে রাজনৈতিক তরজা

article banner

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জেলায় রাতের অন্ধকারে পুড়লো তৃণমূলের দলীয় পার্টি অফিস। বুধবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ায় মঙ্গলদাঁড়িতে তৃণমূলের দলীয় পার্টি অফিস দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। দমকলের একটি ইঞ্জিনে এসে প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনলেও তৃণমূলের দলীয় পার্টি অফিস টি পুরোপুরি ভস্মীভূম হয়ে যায়। তৃণমূলের দলীয় পার্টি অফিস অগ্নিকাণ্ডের ঘটনায় রাজনৈতিক চাপানোওর শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন। পাল্টা বিজেপি তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলে সবর হয়েছেন। 

{link}

সূএের খবর, মঙ্গলবার রাত্রি ১২ টা  নাগাদ পাঁশকুড়া মঙ্গলদাঁড়ি একটি তৃণমূলের দলীয় পার্টি অফিস দাউ দাউ করে জ্বলতে দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। এরপর দমকলকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসে তৃণমূল নেতা থেকে কর্মী সমর্থকেরা। দমকলে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে। রাতেই কোলাঘাট থানার পুলিশ ঘটনার স্থলে পরিদর্শনে আসেন। ক্ষতিয়ে দেখেন ঘটনাস্থল। এই প্রসঙ্গে পাঁশকুড়া পশ্চিমে তৃণমূল কংগ্রেসকে ব্লক সভাপতি সুজিত রায় বলেন "আমাদের দলীয় অফিস ফলতাবেড়িয়া  ছিল। আমি ৫ ই সেপ্টেম্বর দায়িত্ব পাওয়ার পর দলীয় অফিস করি। এই অফিস থেকে মানুষের জনসংযোগ হয়। গতকাল অর্থাৎ বুধবার রাত্রি দশটা পর্যন্ত এই অফিসে ছিলাম। রাত্রি ১২ টা  সময় খবর পাই কেউ বা কারা আমাদের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। পুলিশকে বিষয়টি জানিয়েছি। যে প্রকৃত দোষী তাকেই চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিজেপি রাজনৈতিকভাবে পেরে না উঠে এমন কাণ্ড ঘটিয়েছে"।

{link}
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। পাঁশকুড়ার বিজেপি নেতা তথা বিজেপি সাধারণ সম্পাদক দেবব্রত পট্টনায়ক বলেন "ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল। রাতের অন্ধকারে দলীয় কার্য অফিস পুড়ানো দলের নীতিতে ও কর্মী সমর্থকদের মধ্যে নেই। সম্পূর্ণ কালচার তৃণমূল কংগ্রেসের মধ্যে রয়েছে। সারা রাজ্যের সঙ্গে পাঁশকুড়া পূর্ব-পশ্চিম তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জর্জরিত। যে কারনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বারবার বিক্ষোভের মুখে পড়েছেন", কটাক্ষ করে তিনি আরও বলেন "কদিন আগে দেখেছি পশ্চিম পাঁশকুড়া ব্লক সভাপতি সুজিত রায় ও সুধাংশু আদকে নামে ম্যানেজার খুন সহ একাধিক দুর্নীতির লিফলেট পড়েছে। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এমন ঘটনা "। পাঁশকুড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছ” যদিও তদন্তের কারণে মুখ খুলতে রাজি হননি। এখন পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে তাই দেখার বিষয়। 
{ads}

news Trinamool Congress BJP East Midnapur West Bengal সংবাদ

Last Updated :