header banner

Ahiritola Ghat : সাত সকালে গ্রেফতার দুই মহিলা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সকালেই আহিরীটোলা ঘাটে (Ahiritola Ghat) ঘটে এক ভয়াবহ ঘটনা। এলাকায় প্রবল উত্তেজনা তৈরী হয়। পিস পিস করা এক মহিলার দেহ ট্রালিব্যাগে ভরা। মঙ্গলবার সাত সকালে কলকাতার আহিরীটোলা ঘাটে ওই ট্রলিব্যাগ (Trolleybag) হাতে দুই মহিলাকে দেখা যায়। স্থানীয় বাসিন্দা ও পথচারীরাই দেখতে পান ওই রক্তমাখা দেহের টুকরো।

{link}

মুণ্ডহীন দেহ লোপাট করার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। দুই মহিলাকে আটক করা হয়েছে। আটক হওয়া দুই মহিলা এক একবার এক এক রকম কথা বলছে। তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত দেহ সহ ব্যাগ গঙ্গায় ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল। তাদের আচরণে প্রথম সন্দেহ হয় একজনের। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ বিষয়টা প্রথম চোখে পড়ে আহিরীটোলা ঘাটের এক মহিলা কর্মীর। তিনি জানান, এদিন সকালে ঘাটের তালা খুলতে গিয়ে তিনি দেখেন, দুই মহিলা ট্যাক্সি থেকে একটি ট্রলিব্যাগ হাতে নামছেন।

{link}

ট্যাক্সিওয়ালার সঙ্গে টাকাপয়সা নিয়ে বাকবিতণ্ডা হচ্ছিল, পরে ট্যাক্সিটি চলে যায়। ওই মহিলা জানান, ট্রলিব্যাগটি এতই ভারী ছিল যে দুই মহিলা সেটি টানতে পারছিলেন না। সেটা দেখেই তাঁর সন্দেহ হয়। ইতিমধ্যে অনেক মানুষ জমে যায়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। দ্রুত পুলিশ চলে এসে ব্যাগ খুলতেই সবটা পরিষ্কার হয়ে যায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

{ads}

News Breaking News Ahiritola Ghat Trolleybag Murder সংবাদ

Last Updated :