শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বহুদিন ধরেই বাংলায় চলেছে তোষণের রাজনীতি - এই অভিযোগ বিরোধীদের। তাদের হাতেই আবার নতুন অস্ত্র তুলে দিল কলকাতা পৌরসভা (Kolkata Municipality)। বুধবার প্রকাশ্যে আসে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের জারি করা একটি বিজ্ঞপ্তি। তাতে কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলির ছুটির তালিকা পরিমার্জন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি থাকবে ২ দিন। বাতিল করা হলো বিশ্বকর্মা পুজোর ছুটি (holiday)।
{link}
এই নিয়ে হৈচৈ শুরু হতেই কলকাতা পৌরসভা এর দায় এড়িয়ে যেতে চাইছে। এই নিয়ে শোরগোল শুরু হতেই বিজ্ঞপ্তি বাতিল করে আধিকারিকের ঘাড়ে দায় ঠেলল কলকাতা পুরসভা। বুধবার দুপুরে একথা জানিয়েছেন কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা। তিনি জানিয়েছেন, যে আধিকারিক এই কাজ করেছেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে পুরসভা। এমনিতেই পৌরসভা পরিচালিত স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। তার মধ্যে এ টি নতুন এক সিদ্ধান্ত - যার মধ্যে ধর্মীয় তোষণের অভিযোগ উঠেছে। বুধবার প্রকাশ্যে আসে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের জারি করা একটি বিজ্ঞপ্তি। তাতে কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলির ছুটির তালিকা পরিমার্জন করা হয়েছে।
{link}
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবছর কলকাতা পুরসভা পরিচালিত হিন্দি মাধ্যম স্কুলগুলিতে ইদের ছুটি থাকবে ২ দিন। ৩১ মার্চ ও ১ এপ্রিল ইদের ছুটি থাকবে স্কুলগুলি। পরিবর্তে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে। এই বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি জানতাম না। পুর কমিশনারও জানেন না বিষয়টা। তিনি নিজে থেকে এই সার্কুলার করেছেন। এটা বেআইনি। তিনি কারও সঙ্গে আলোচনা না করে সার্কুলার করতে পারেন না। সেই সার্কুলার তৎক্ষণাৎ বাতিল করা হয়েছে।"
{ads}