header banner

Shruti Das : ভাইফোঁটা দিতে চান আন্দোলনরত চিকিৎসকদের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে শ্রুতি (Shruti Das)ছোট পর্দায় একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী। তিনি প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের (Junior doctors) আন্দোলনের পাশে আছেন। এবার তিনি আবদার করলেন আন্দোলনরত ডাক্তারদের ফোঁটা দেবেন। তিলোত্তমার বিচারে রাজপথে নেমেছিলেন শ্রুতি। তাঁর দৃপ্ত কণ্ঠের ভিডিয়ো বেশ ভাইরালও হয়েছিল।

{link}

এবার সামাজিক মাধ্যমের পাতায় শ্রুতি লিখলেন, তিনি ভাইফোঁটা দিতে চান আন্দোলনরত ওই চিকিৎসকদের। শ্রুতি লেখেন, “বছর আমার ভাই,দাদারা কেউ ভাইফোঁটা তে আমার কাছে থাকতে পারছে না। কিঞ্জল নন্দ এবং তার সহযোদ্ধা কয়েক জন ডাক্তার দাদা-ভাই দের ফোঁটা দিতে চাই। আমার সাথে কারোর আলাপ নেই। বার্তা টা একটু পৌঁছে দেবেন,আমি সেদিন পৌঁছে যাবো। ইচ্ছা আছে,বাকিটা ভাগ্য।” অবশ্য এখন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

{link}

জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ (Kinjal Nanda) একজন অভিনেতাও বটে। স্বাভাবিক কারণে শ্রুতি ও কিঞ্জল পূর্ব পরিচিত। বিচার চেয়ে আড়াই মাস ধরে লড়াই করছেন তিনি। তাঁকে ট্যাগ করেই নিজের এই ইচ্ছে পৌঁছে দেওয়ার আর্জি রেখেছেন শ্রুতি। তবে পাশাপাশি তিনি জানিয়েছেন তিনটি শর্তের কথাও। (১) কোনো আড়ম্বর নয়। (২) কোনো উপহার নয়। (৩) কোনো খাওয়া-দাওয়া নয়। একান্ত ব্যক্তিগত ভাবে এই ইচ্ছের পূর্ণতা পেতে দেখতে চান তিনি। শ্রুতির এই আর্জি ভাল লেগেছে সকলেরই। ভাইফোঁটার দিন নতুন দাদা-ভাইদের সঙ্গে ‘মুলাকাত’ হোক তাঁর, সেই শুভেচ্ছাই জানিয়েছেন তাএ ভক্তরা। এখন দেখার শেষ পর্যন্ত শ্রুতির আবদার রক্ষা করতে পারে কিনা জুনিয়র ডাক্তারেরা।

{ads}

News Breaking News Junior doctors Kinjal Nanda Shruti Das Tollywood সংবাদ

Last Updated :