header banner

সপ্তাহান্তে জাঁকিয়ে শীতের সম্ভাবনা শহরে

article banner

অবশেষে সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা শহরে।  শুক্রবার থেকেই পারদ নামার সম্ভাবনা রয়েছে, শনিবার ও রবিবার শহরে বেশ অনেকটা নামতে পারে তাপমাত্রা। এক ধাক্কায় পারদ নামতে পারে ৪ ডিগ্রি পর্যন্ত। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি(স্বাভাবিক)। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমান ৯৬ শতাংশ। সকালে সামান্য কুয়াশা দেখা গেলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। পশ্চিমের ৪ জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। কোথাও কোথাও আংশিক  দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। 
উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ১৪ দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতি ও শুক্রবার শৈতপ্রবাহের সতর্কতা উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রি পর্যন্ত। আগামী দুদিন কুয়াশার সতর্কবার্তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও মধ্যপ্রদেশে। আগামী কয়েকদিন অতি বর্ষনের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও পন্ডিচেরিতে। 
{ads}

Weather Kolkata West Bengal Cold Winter December India

Last Updated :