header banner

IMA : কৌশিক বিশ্বাসের পদত্যাগের কারণ কি ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আর জি কর কান্ড (R G kar Incident) আরো জটিল হয়ে উঠছে। তিলোত্তমার (Tilottama) দেহ পরিবারের নিষেধ সত্ত্বেও দ্রুততার সঙ্গে সৎকার করার কারণ জানতে আজকে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে CBI অফিসে হাজিরা দিতে হয়েছে। সেই অবস্থাতেই বিক্ষুব্ধ হয়ে আইএমএ (IMA) কলকাতা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন কৌশিক বিশ্বাস (Kaushik Biswas) ।

{link}

তাঁর প্রধান অভিযোগ, ৯ তারিখের ঘটনার পরে ওই কলকাতা শাখা ওই বিষয়ে উদাসীন ছিল। সংবাদমাধ্যমে কৌশিক বিশ্বাস বলেন, ‘আমি আইএমএ’‌ র কলকাতা শাখার সহ–সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। সেটা ইমেল করে সংগঠনের সভাপতিকে পাঠিয়েছি। রাজ্য কমিটিকেও আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আরজি কর হাসপাতালে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আইএমএ’‌ র কলকাতা শাখার ভূমিকা অত্যন্ত হতাশাজনক ছিল।'' জানা গেছে, ডাঃ সন্দীপ ঘোষের (Sandeep Ghosh) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি সওয়াল করবেও কলকাতা শাখার আশ্চর্য রকম নীরব ছিলেন। 

{link}

তিনি সমস্ত বিষয়টার উপর নজর রেখেছিলেন। তিনি আরও  বলেন -'গত দেড় মাসে আইএমএ’‌ র কলকাতা শাখা তেমন কোনও পদক্ষেপ করেনি। আমি এটা মেনে নিতে না পেরে সহ–সভাপতি পদ থেকে সরে গেলাম। এই নিষ্ক্রিয়তার দায় আমি এড়াতে পারি না।’ রবিবারই কলকাতা শাখার বৈঠক উত্তপ্ত হয়ে উঠেছিল। সেখানে দু’‌পক্ষের মধ্যে তুমুল বচসা হয়েছিল। ইস্যু কিন্তু সেই আরজি কর হাসপাতালের ঘটনা এবং নিষ্ক্রিয় ভূমিকা। এই ঘটনার পর থেকে সংগঠনের অন্দরের নানা কাজ মেনে নিতে পারছিলেন না বলেও জানিয়েছেন কৌশিক বিশ্বাস। তাঁর অভিযোগ, এখানে দুটি গোষ্ঠী আছে। যে গোষ্ঠী আইএমএ’‌ র কলকাতা শাখায় সক্রিয়, তাদের কাজ মেনে নেওয়া যাচ্ছিল না।

{ads}

News Breaking News Tilottama R G Kar R G kar Incident Kaushik Biswas IMA Kolkata Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Baner

Last Updated :