header banner

Mehta Building : কলকাতার বড় বিল্ডিং গুলোতে কেন লাগছে বারবার আগুন ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পার্ক স্ট্রিট (Park Street) , অ্যাক্রপলিস মল এর পর,  বড় বাজারের মেহতা বিল্ডিং (Mehta Building) বি -ব্লকেএ আগুন লাগে । দুই সপ্তাহের মধ্যে কলকাতায় মোট চারটি বড় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। কলকাতার বড় বিল্ডিং গুলোতে কেন বারবার আগুন লাগছে? সেটাই এখন প্রশ্ন। পূর্বাঞ্চলের সবথেকে বড় ওষুধের হোলসেল মার্কেট এই মেহেতা বিল্ডিং থেকেই ওষুধ সাপ্লাই হয়। বড় বড় ওষুধ কোম্পানিগুলির হোলসেল মার্কেট ও এই মেহতা বিল্ডিং । এই মেহেতা বিল্ডিং থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় ওষুধ সাপ্লাই হয় । সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে । 

{link}

মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বড় বাজারের ঘিঞ্জি  এলাকায় মেহতা বিল্ডিং এ ব্লক বিয়ের থার্ড ফ্লোরে একটি ওষুধের গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪ টি ইঞ্জিন (engine) এসে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে বেশ খানিকটা বেগ পেতে হলে দমকলের আরো ছটি ইঞ্জিন এসে পৌঁছায় ঘটনাস্থলে । মোট দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কি কারনে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি , এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা , ঘটনাচলে উপস্থিত হন বড়বাজার থানার পুলিশ আধিকারিকরা।

{link}

এছাড়াও দমকলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ডিভিশনাল ফায়ার অফিসার (Divisional Fire Officer) তরুণ কুমার দত্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন দমকলমন্ত্রী সুজিত বসু । এলাকা গেঞ্জিপূর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে দমকল আধিকারিকদের বেশ কিছুটা বেগ পেতে হয়। দমকলের সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে এসে গেলেও এখনও পর্যন্ত বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত পকেট পাড়া রয়েছে এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। 


{ads}

News Breaking News West Bengal Kolkata buildings Mehta Building B- Block Medicine wholesale market Company Park Street Acropolis Mall engine Firefighters Bara Bazar Police Station Divisi

Last Updated :