header banner

Sandeep Ghosh : সন্দীপ ঘোষ সম্পর্কে কেন মুখ্যমন্ত্রী এতটা নীরব?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সোমবার সবাইকে চমকে দিয়ে  CBI গ্রেফতার করে ডাঃ সন্দীপ ঘোষকে (Sandeep Ghosh)। তারপর থেকেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে নাগরিক মহল। আন্দোলনে নতুন করে উৎসাহ পায় জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। এই পরিস্থিতিতেই তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh) বলেন,সন্দীপ ঘোষ গ্রেফতার নিয়ে যাঁরা প্রতিক্রিয়া চাইছেন, তদন্ত সিবিআই করছে।

{link}

সম্ভবত দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। এই বিষয়টি সন্দীপ ও তাঁর আইনজীবীরা (Lawyers) বলতে পারবেন। দলের কোনও বক্তব্য নেই।’ সেই সঙ্গেই তিনি উল্লেখ করেছেন, ‘কিছু অভিযোগ অনেক আগেই শোনা গিয়েছিল। তখন পদক্ষেপ নিলে এখনকার অস্বস্তি এড়াতে পারল স্বাস্থ্যভবন।’ তিনি বুঝিয়ে দেন সময় মতো স্বাস্থ্য দপ্তর (যা মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে) ওই অভিযোগের তদন্ত করলে আজকে এই পরিস্থিতি তৈরী হতো না।

{link}

প্রশ্ন উঠে গেছে, এবার কি কুনাল ঘোষ ডাঃ শান্তনু সেন বা সাংসদ সুখেন্দু শেখর রায়ের মতো বিদ্রোহী হয়ে উঠছেন? তবে কাল বিলম্বা না করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি লিখেছেন, 'আপনার বিবৃতি কেউ শুনতে চাইনি। কিন্তু মুখ্যমন্ত্রীর বিবৃতি আমরা শুনতে চাই। কারণ তার কোলের ছেলে এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়।' কম বেশি সকলেই একটা কথা বলেছেন, সন্দীপ ঘোষ সম্পর্কে কেন মুখ্যমন্ত্রী এতটা নীরব?

{ads}

News Breaking News R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal CM Mamata Banerjee Politics Politician Kolkata Prot

Last Updated :