header banner

R G kar Incident : বিনীত গোয়েলের হয়ে কোনো আইনজীবী নেই কেন?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রশ্ন উঠেছে বিনীত গোয়েলের বিষয়ে রাজ্যের ভূমিকা নিয়ে। ইতিমধ্যে গতকাল নির্যাতিতার বাবা ও মা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।খুবই সংবেদনশীল বিষয় এটি। সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশ রয়েছে, নির্যাতিতার নাম কোনওভাবেই প্রকাশ্যে আনা যায় না। অথচ কলকাতার নগরপাল বিনীত গোয়েল (Vineet Kumar Goyal) সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে।

{link}

বুধবার সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। সেই বিষয়েই বৃহস্পতিবার বিনীত গোয়েলের হয়ে কোনো আইনজীবী উপস্থিত নেই আদালতে। আদালত এই বিষয় নিয়ে বিস্মিত হন। প্রধান বিচারপতি বলেন, 'আরজি করের মামলার শুনানিতে সরকারি আইনজীবী আরজি করের প্রাক্তন অধ্যক্ষের হয়ে সওয়াল করতে পারেন।

{link}

আর এখন কোনও আইনজীবী নেই? ১৮ সেপ্টেম্বর সরকারের তরফে কোনও আইনজীবী যেন উপস্থিত থাকেন।' প্রশ্ন উঠেছে, কেন কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। গতকাল মৃত চিকিৎসকের বাবা ও মায়ের প্রকাশ্য অভিযোগ নিয়ে এখনও কি কোনো উত্তর রেডি করতে পারেন নি বিনীত গোয়েল? সে যাইহোক, আমাদের অপেক্ষা করতে হবে ১৮ তারিখের জন্য।

{ads}

News Breaking News Vineet Kumar Goyal Lawyer Amrita Pandey Supreme Court R G Kar R G kar Incident Supreme Court CBI Sandeep Ghosh Doctor Rape Justice For R G Kar Doctor rape West Bengal

Last Updated :