header banner

Medical College : মেডিক্যাল কলেজগুলিতে এত ‘হুমকি সংস্কৃতি’ কেন ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ (Medical College) ও হাসপাতালে ‘হুমকি সংস্কৃতি’  নিয়ে কলকাতা হাই কোর্ট (High Court) উদ্বেগ প্রকাশ করেছে। এক জনস্বার্থ মামলায় প্রধান  বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ বলেন,খুবই গুরুতর অভিযোগ।

{link}

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পরীক্ষার উত্তরপত্র ফাঁস, শ্লীলতাহানি (molestation), দুর্নীতি, হয়রানির (harassment) মতো অভিযোগ উঠছে রাজ্যের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে। আদালত এতে খুবই উদ্বিগ্ন। রাজ্যের আইনজীবী জানান, ঐ অভিযোগগুলি জানার পর পদক্ষেপ করা হয়েছে। অনেক অভিযুক্তকে বহিষ্কার করা হয়েছে।

{link}

অনেককে অন্যত্র বদলি করা হয়েছে। বেঞ্চ, ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল এবং রাজ্য সরকারকে (State Govt) এ বিষয়ে হলফনামা পেশ করতে বলা হয়েছে। আগামী ২১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।

{ads}

News Breaking News Medical College High Court Kolkata molestation Corruption harassment Tilottama R G Kar R G kar Incident Sandeep Ghosh সংবাদ

Last Updated :