শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রীর (Mamata Banaerjee) কলেজ যোগেশচন্দ্র কলেজ (Jogesh Chandra Chaudhuri College) বহুদিন থেকেই খবরের শিরোনামে। আবার তৃণমূল ছত্রপরিষদের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠলো সেই কলেজ। ডে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ।
{link}
অভিযোগের তির ৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের দিকে। অভিযোগ, মঙ্গলবার বিকেলে কাউন্সিলর ঘনিষ্ঠ সালমান খান (ডাক নাম ভিকি) দলবল নিয়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ সংলগ্ন ইন্দ্রানী পার্কে আচমকাই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছাড়ায় ক্যাম্পাসে। ছাত্র ছাত্রীরা ছোটাছুটি করা শুরু করে দেয়। অভিযোগ লাঠি, লোহার রড দিয়ে আক্রমন করা হয়। ছাত্রীদেরও ছাড়া হয় নি।
{link}
অভিযোগ মারধরের পাশাপাশি খুন ও ধর্ষণের হুমকিও দেয় সালমান ও তাঁর ছেলেরা। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী গুরুতরভাবে জখমও হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে চারু মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের গাড়িতেই এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আহতদের। আক্রান্ত এক ছাত্রী বলেন, “৯৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদারের ছেলেরা এসে আমাদের মারতে শুরু করে। বিনা কারণেই মারধর করে।”
{ads}