শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ৯ দিন ধরে অনেক ঝঞ্ঝাট করে দুই রাজ্য ও তিন জেলা পরিক্রম করে অবশেষে বন দপ্তরের জালে ধরা পড়েছে ওড়িশার (Odisha) বাঘিনী জিনাত। ওড়িশার সিমলিপাল থেকে যে ভ্রমণ শুরু করেছিল জিনাত (Zeenat), তা ঝাড়খণ্ড, পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় শেষ হল। রবিবার বিকেলে বাঁকুড়ার গোঁসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনি (Tigress) । রাতেই তাঁকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।
{link}
শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোঁসাইডিহিতে ঢুকেছিল বাঘিনি। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতর (Forest Department)। এলাকা ঘিরে জ্বালানো হয়েছিল আগুন। কিন্তু তাতেও ধরা দেয়নি সে। এমন সহ্যশক্তি সম্পন্ন বাঘ খুব একটা দেখা যায় না। তবে শেষ পর্যন্ত ঘুমিয়েছে জিনাত। রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে। এরপরই ক্ষেতে লুটিয়ে পড়ে জিনাত। রাত ১২ টা ১০ মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা শুরু করা হয়।
{link}
ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বিগত ৯ দিন ধরে দীর্ঘ পথ ঘুরে, মানুষের তাড়া খেয়ে ক্লান্ত বাঘিনি। এই কয়েকদিনে ঠিকমতো খাবার পায়নি সে। তাই এখন দরকার সঠিক খাবার এবং বিশ্রাম। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আলাদা এনক্লোজারে রেখে চিকিৎসা চলছে তাঁর। এখন তাকে সুস্থ করে নিজের পরিচিত জঙ্গলে ফিরিয়ে দেওয়া বন দপ্তরের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ।
{ads}