header banner

কি ছিল ইতিহাস ফিরিঙ্গি কালীবাড়ির ?

article banner

ফিরিঙ্গি কালী মন্দির প্রতিষ্ঠা করেন এন্টনি সাহেব। তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন এবং দীর্ঘদিন কলকাতায় ছিলেন তখন তিনি এই ফিরিঙ্গি কালী মন্দির প্রতিষ্ঠা করেন।ফিরিঙ্গি কালীবাড়ি স্থাপিত হয় বাংলার ৯০৫ সালে ,মন্দিরের পাশেই ছিল এন্টনি সাহেবের মামার বাড়ি । তিনি নিজে বিধর্মী ছিলেন। কিন্তু হিন্দু ধর্ম সম্বন্ধে অনার অগাত জ্ঞান ছিল।বর্তমানে যেটি মন্দির সংলগ্ন এলাকা সেটি আগে ছিল শ্মশান । তবে ভারতবর্ষ এবং কলকাতা ছেড়ে যাওয়ার আগে তিনি যাদের ওপর এই মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন সেই বন্দ্যোপাধ্যায় পরিবার এখনো পর্যন্ত এই ফিরিঙ্গি কালীবাড়ির সম্পূর্ণ দায়িত্ব পালন করে চলেছে এবং এন্টনি সাহেব কলকাতা ছেড়ে যাওয়ার আগেই জানিয়েছিলেন তার নামেই যেন এই ফিরিঙ্গি কালী মন্দির থাকে। 
এ বছর করোনার সমস্ত রকম বিধিনিষেধ মেনে  পুজো করা হচ্ছে বলে জানিয়েছেন এই মন্দিরের প্রধান উদ্যোক্তা দ্বৈপায়ন ব্যানার্জি। তিনি জানিয়েছেন এবছর কোন দর্শনার্থী মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন না ।এমনকি দেওয়া যাবে না মায়ের কাছে অঞ্জলি।করোনা সতর্কতা বিধি মেনে এবং ভক্তদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত ।{ads}


 

firingi kalibari kolkata firingi kalibari history firingi kalibari bowbazar firingi kalibari firingi kali bari kali puja sheffield ttimes kolkata kali puja kolkata kali puja 2019 barasat kali puja 201

Last Updated :