header banner

এবারের দীপাবলিতে বাজির নয়, আলোর রোশনাই

কালীপূজোর আগে লেকটাউন এলাকায় মানুষের সচেতনতা বাড়ানোর জন্য মাইকিং কলকাতা পুলিশের।মঙ্গলবার লেকটাউন থানার পুলিশের বিভিন্ন আধিকারিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়ে এলাকায় মাইকিংয়ে প্রচার করেছেন।সাধারন মানুষ এই কালীপূজোয় যাতে বাজি ব্যাবহার না করেন এবং বাজি কেনা বেচাও বর্জন করেন এই ছিল তাদের মূল বক্তব্য। 
উল্লেখ্য বিষয় রাজ্য জুড়ে কলকাতা হাইকোর্ট এর নির্দেশে নভেম্বর মাস পর্যন্ত বাজি নিষিদ্ধ।অন্যবারে শুধুমাত্র শব্দবাজির ক্ষেত্রে নিষেধাঞ্জা থাকলেও এবারে সমস্তরকম বাজির ক্ষেত্রেই জারি হয়েছে নিষেধাঞ্জা। মঙ্গলবার লেকটাউন থানার পুলিশ জানিয়েছে শুধুমাত্র কালিপূজো বা ছটপুজো নয় লেকটাউন এলাকায় পুরোপুরিভাবেই নিষিদ্ধ থাকবে বাজি।সেইজন্যেই বিভিন্ন এলাকায় সাধারন মানুষদের সচেতন করতেই এই প্রচার। এখন সাধারন মানুষ তাদের ডাকে কতোটা প্রভাবিত হন তাই দেখার বিষয়। {ads}
 

kolkata Dipabali Fire Crackers Kali Puja Covid19 West Bengal

Last Updated :