header banner

সাময়িকভাবে থমকে গেল উত্তর কলকাতার মধ্যমণি 

article banner

 

উত্তর কলকাতার প্রাণকেন্দ্র হল শ্যামবাজার পাঁচমাথার মোড়। দমদম, শিয়ালদহ, উল্টোডাঙ্গা, হাতিবাগান এবং শোভাবাজার- বিভিন্ন প্রান্তের সংযোগস্থল হওয়ায় স্বাভাবিকভাবেই খুব ব্যস্ততা চোখে পড়ে সর্বক্ষণ। কিন্তু আজ রাজ্য তথা দেশ জুড়ে ডাকা ধর্মঘটের জেড়ে থমকে যেতে দেখা গেল এই উত্তর কলকাতার প্রাণকেন্দ্রকে।

বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের স্লোগান এবং মিছিলের কারণে সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়লো শ্যমবাজারের যান চলাচল। সকালের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ধীরে ধীরে বেলা বাড়তেই চোখে পড়ছে ঠিক উল্টো দৃশ্য। ছোটো থেকে বড়ো নির্বিশেষে বনধকে সফল করতে একত্রিত হয়েছে। শুধু স্লোগান এবং পদযাত্রাই হয়, জায়গায় জায়াগায় রাস্তায় বসেও বনধের প্রচার চোখে পড়ছে। বামফ্রন্ট এবং কংগ্রেসের উদ্যোগে শ্রমজীবী মানুষের উন্নয়নের তাগিদে পরিচালিত এই বনধে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করেছে। একজোট হয়ে কৃষক এর বিরুদ্ধে আনা কৃষি আইন এবং বিভিন্ন ক্ষেত্রে বেসরকারিকরণ বিরুদ্ধে শ্যমবাজারে সামিল সমর্থকেরা।


পরিস্থিতির সামাল দিতে মোড়ের চারিদিকে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের। সার্বিকভাবে অবস্থার সামাল দিতেই উপস্থিত রাজ্যের পুলিশ বাহিনী। তবে, বেলা বাড়তেই যে ধর্মঘটের প্রভাব আরও বেশি হবে তা অনুমান করা যায় নিঃসন্দেহে।{ads}

shyambazar Kolkata Strike All India strike all india strike 2020 all india strike today bharat bandh news today bharat bandh today bangla news news bangla howrah howrah news howrah news bengali howr

Last Updated :