header banner

আনন্দের আশায় প্রকাশিত কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০

কর্তব্য পালনই প্রধান লক্ষ্য , যা সর্বদাই নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে চলেছে কলকাতা পুলিশ । প্রতি বছর নিজেদের আনন্দ কে ত্যাগ আকারে গ্রহন করে দর্শনার্থীদের সুরক্ষার ন্যায় দিন রাত তাঁদের অন্যতম প্রিয় বন্ধু রুপে তাঁদের পাশে থাকেন । এই বছর তাঁদের দায়িত্ব অন্যবারের তুলনায় অনেক বেশী কারন তাঁদের দর্শনার্থীদের সুরক্ষার সঙ্গে করোনার  মতো বিশ্ব মহামারির সঙ্গেও লড়াই করতে হবে ।সব দায়িত্ব গ্রহন করে ,একদিকে যখন দুর্গাপুজো নিয়ে হাইকোর্টের বিচার বিবেচনা চলছে ,ঠিক তখনই আরেক প্রান্তে মানুষকে সচেতন রাখতে ও সামাজিক দূরত্ব মেনে পুজোর আনন্দে মাতিয়ে তুলতে দর্শনার্থীদের জন্যে পুজো গাইড প্রকাশ্যে আনল কলকাতা পুলিশ। সোমবার প্রকাশ করা হল কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০। লালবাজারে এই গাইডের শুভ সূচনা করেন নগরপাল অনুজ শর্মা। পুজোর গাইডের পাশাপাশি এদিন কলকাতা ট্রাফিক পুলিশের বার্ষিক পর্যালোচনার রিপোর্টও প্রকাশ করেন তিনি। পুজো গাইডে থাকছে কলকাতার কোথায় কোথায় কি পুজো মণ্ডপ রয়েছে এবং তাদের সামান্য বর্ণনা। উত্তর ও মধ্য  কলকাতা থেকে শুরু করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব পোর্ট এরিয়া এবং দক্ষিণ শহরতলির ও দক্ষিণ পশ্চিম কলকাতার সমস্ত পুজো মণ্ডপের ম্যাপ থাকছে এই গাইডে। এছাড়া হাঁটা পথের নির্দেশিকাও ঠিক করে দেওয়া হয়েছে এই কলকাতা পুলিশের পুজো গাইড ২০২০-তে।

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 traditional puja food covid19 non-vgetable independence freedom fighter ne

Last Updated :