পূজায় নতুন জামা চাই , নতুন জুতো চাই ছোট্ট শিশুর বায়না বাবা ফেরাবে কি করে ? স্মার্ট ফোন তো নেই অনলাইনের সুবিধা নিতে পারছেন না গৃহকর্তা ,যেতে হবে মার্কেটে কিন্ত এত ভিড়ে কি ছোট্ট শিশু নিরাপদ ? করোনা বৃদ্ধির হার দিনের পর দিন বেড়েই চলেছে , আক্রান্তের হার ও মৃত্যু মিছিল বেড়েই চলেছে এর মধ্যেই পুজার মার্কেটে বেড়েই চলছে মানুষের ঢল । মাস্ক পড়ে বেড়ানো ও সমস্ত রকম সুরক্ষা অবলম্বন করা সব মানুষের ক্ষেত্রে সমান হয়ে উঠছে না আবার অনেকেই সুরক্ষা বিধিকে আমল দিচ্ছেন না।
পূজায় বাকি আর ৫ দিন , মানুষ চেষ্টা করছেন করোনা কে ভুলে গিয়ে পুজার আনন্দে মেতে উঠতে , তাই পুজার মার্কেটের ভিড় বাড়ছে , মানুষের ঢল বাড়ছে আর তাঁর সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের চিন্তার ভাঁজ ।রাজ্য সরকারের প্রতিদিনের মেডিক্যাল বুলেটিনে সংক্রমণ, এবং মৃত্যু বাড়ছে বৈকি কমছে না।
তাই বাজার থেকে শপিং মল গুলিতে ক্রেতাদের ঠাসা ভিড়ের নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা। সকাল থেকেই মার্কেট গুলিতে চলছে মাইকিং। সামাজিক দূরত্ব বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, অযথা ভিড় করবেন না। দুর থেকে মাইকের শব্দ বার বার ভেসে আসছে। যাঁরা মার্কেটে বিনা মাস্ক পড়ে ঘোরাঘুরি করছে তাদের পুরসভার কর্মীরা মাস্ক পড়িয়ে দিচ্ছেন। স্যানিটাইজার ব্যবহার করতে আবেদন করছেন। একদিকে সচেতনতা ওপর জোর দিচ্ছেন পাশাপাশি মাস্ক পড়িয়ে তাদের করোনা সংক্রমণ থেকে কি ভাবে নিজে এবং পরিবারকে বাঁচাবেন তা অবহিত করছেন পুরো কর্মীরা।